• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের ‘জ্যাস’ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক – বয়স, জন্মদিন, প্রেম সহ বায়োগ্রাফি

Updated on:

All you need to know about bengali actress Ankita Mallick Wiki Bio

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় ছক্কা হাঁকায় জি বাংলার (Zee Bangla) এই মেগা। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়। পর্দার জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর দুষ্টু-মিষ্টি রসায়ন দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা।

‘জগদ্ধাত্রী’র নিয়মিত দর্শকরা জানেন, এই ধারাবাহিকটি গোয়েন্দা কাহিনী ভিত্তিক। সিরিয়ালের (Bengali Serial) নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল পেশায় একজন অফিসার। একহাতে সে যেমন সংসার সামলায়, অপরহাতে তাকে দেখা যায় দুষ্কৃতি দমন করতে। খুন্তি নাড়ানো এবং বন্দুক চালানো, দুই কাজেই জ্যাসের জুড়ি মেলা ভাড়। আজ পর্দার জ্যাস তথা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক-এর কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সম্বন্ধেই একাধিক অজানা তথ্য (Unknown Facts) তুলে ধরা হল।

অঙ্কিতা মল্লিক-এর উইকি এবং বায়ো (Ankita Mallick Wiki & Bio)

নামঅঙ্কিতা মল্লিক
ডাকনামজগা, দুন, মুন
জন্মতারিখ২৮ জানুয়ারি ২০০১
বয়স (২০২৩ সালে)২২ বছর
পেশাঅভিনেত্রী, মডেল
ধর্মহিন্দু
বাসস্থানকলকাতা, পশ্চিমবঙ্গ

অঙ্কিতা মল্লিক-এর শারীরিক গঠন (Ankita Mallick Physical Stats)

উচ্চতা (সম্ভবত)৫ ফুট ৫ ইঞ্চি
ওজন (সম্ভবত)৫২ কেজি
চোখের মণির রঙকালো
চুলের রঙকালো

অঙ্কিতা মল্লিক-এর শিক্ষাগত যোগ্যতা (Ankita Mallick Education)

বিদ্যালয়জানা যায়নি
কলেজআশুতোষ কলেজ
বিশ্ববিদ্যালয়জানা যায়নি
শিক্ষাগত যোগ্যতাসাইকোলকিতে স্নাতক

অঙ্কিতা মল্লিক-এর প্রেমজীবন সহ অন্যান্য তথ্য (Ankita Mallick Relationships & More)

প্রেমিকজানা যায়নি
প্রাক্তন প্রেমিকজানা যায়নি
বৈবাহিক জীবনঅবিবাহিত
বিয়ের তারিখএখনও বিয়ে হয়নি

অঙ্কিতা মল্লিক-এর পরিবার (Ankita Mallick Family)

স্বামীএখনও বিয়ে হয়নি
বাবানাম জানা যায়নি
মানাম জানা যায়নি
ভাই-বোনমিষ্টু (বোন)

অঙ্কিতা মল্লিক-এর কেরিয়ার (Ankita Mallick Career)

টিভি সিরিয়াল১. জয় জগন্নাথ
২. জগদ্ধাত্রী
সিনেমাএখনও করেননি
ওয়েব সিরিজএখনও করেননি

অঙ্কিতা মল্লিক-এর পছন্দের জিনিস (Ankita Mallick Fabourites)

প্রিয় অভিনেতারণবীর কাপুর
প্রিয় অভিনেত্রীদীপিকা পাড়ুকোন
প্রিয় রঙগোলাপি
প্রিয় খেলাক্রিকেট
প্রিয় স্ট্রিট ফুডমোমো, আইসক্রিম

অঙ্কিতা মল্লিক-এর বিষয়ে কিছু অজানা তথ্য (Unknown Facts About Ankita Mallick)

১. অঙ্কিতার জন্ম এবং বেড়ে ওঠা কলকাতায়।

২. অঙ্কিতা নিজের কেরিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, তবে পরে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন।

৩. অঙ্কিতা পশু-পাখি ভীষণ ভালোবাসেন।

৪. শরীরচর্চা করতে অঙ্কিতা প্রচণ্ড পছন্দ করেন।

৫. সোনার সংসার ২০২৩-এ ‘জগদ্ধাত্রী’র জন্য সেরা নায়িকা পুরস্কারে ভূষিত হয়েছেন অঙ্কিতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥