বর্তমান সময়ে দাঁড়িয়ে বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদন মানেই বাংলা সিরিয়াল (Bengali Serial)। দর্শকদের পছন্দের সিরিয়ালের মধ্যে একটি হল ষ্টার জলসার (Star Jalsha) ‘গাঁটছড়া’ (Gantchhora)। পর্দায় খড়ি ও ঋদ্ধির জুটি দেখতে বেশ ভালোই লাগে সকলের। মধ্যবিত্ত তিন বোনের কাহিনী দিয়ে শুরু হলেও আজ তাঁরা তিন জন্যেই সিংহরায় বাড়ির বৌ। তবে শুরু থেকে এখনও খড়ি-ঋদ্ধির (Khori-Riddhi) সম্পর্ক খানিক আধায় কাচঁকলাতেই রয়ে গিয়েছে।
যারা প্রতিনিয়ত গাঁটছড়া দেখেন তার নিশ্চই জানেন যে মুখে না বললেও একেঅপরকে বেশ ভালোবাসে খড়ি-ঋদ্ধি। তবে কাহিনী অনুযায়ী একেরপর এক ঝড় এসেই চলেছে তাদের জীবনে। ইতিমধ্যেই কলেজে ভর্তি হয়েছে খড়ি। পাশাপাশি বর্তমানে সে নিজের জেঠুর খুনিকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু এসবের মাঝেও খড়িদ্ধি জুটির একটুর রোম্যান্টিজম মন কেড়ে নিল দর্শকদের।
সম্প্রতি গাঁটছড়ার এক পর্বে দেখা যাচ্ছে কলেজে টিফিন আনতে ভুলে গিয়েছে খড়ি। এদিকে বৌ টিফিন না খেয়ে কলেজে থাকবে এটা মেনে নিতে পারছে না ঋদ্ধি। তাই সে নিজেই টিফিন নিয়ে হাজির হয়ে গিয়েছে আর্ট কলেজে। টিফিন হাতে ঋদ্ধিকে দেখে মুগ্ধ হয়েছেন কলেজের শিক্ষকও। তাই তিনি বলে উঠেছেন, ‘এখনকার দিনে এমন জীবনসঙ্গী পাওয়া কিন্তু সত্যিই দুর্লভ!’
সিরিয়ালের এই বিশেষ দৃশ্যটিই মন জিতে নিয়েছে দর্শকদের। যদিও প্রথমে কিছুটা লজ্জায় পরে গিয়েছিল খড়ি, তবে পরে কিন্তু বেশ ভালোই লেগেছে তাঁর। সেটা খড়ির মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যাচ্ছে। খুনিকে খোঁজার ট্র্যাকের মাঝে এই হালকা রোম্যান্টিক টুইস্ট যে দর্শকদের ভালোই লেগেছে সেটা বোঝাই যাচ্ছে। সেই কারণেই সিরিয়ালের এই প্রোমো ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।
অবশ্য এই একটা প্রমো নয় সাথে আরও কয়েকটা প্রমো বেশ ভাইরাল হয়েছে। যার মধ্যে খড়ি-ঋদ্ধির খুনসুটি থেকে দুজনের হালকা রোম্যান্স দেখা গিয়েছে। তবে চ্যানেলের ফেসবুক পেজে দেওয়া লেটেস্ট প্রোমোতে দেখা যাচ্ছে আরতির সময় দ্যুতির হাত থেকে আরতির প্রদীপ পরে গিয়েছে। যেটা মোটেই শুভ সংকট নয়! তাই আগামীদিনে কি হয় সেটা দেখার জন্য চোখ রাখতে হবে টিভির পর্দাতেই।