• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা সিরিয়ালে বাবুর ছড়াছড়ি! উচ্ছেবাবু উকিলবাবুর পর এবার ছবিবাবু, কান্ড দেখে হাসছে নেটপাড়া

বাঙালিদের প্রতিদিনের রুটিনে সিরিয়াল (Bengali Serial) দর্শন থাকবেই। একাধিক চ্যানেলে রয়েছে একাধিক কাহিনীর সিরিয়াল। তবে সর্বাধিক জনপ্রিয় সিরিয়ালের মধ্যে মিঠাই (Mithai), গাঁটছড়া (Gatchora), আলতা ফড়িংয়ের (Alta Phoring) মত সিরিয়াল রয়েছে। সন্ধ্যে নামলেই পছন্দের এই সিরিয়াল দেখতে টিভির সামনে ভিড় জমান দর্শকেরা। আর প্রিয় তারকাজুটির নামকরণ ও করেন নেটিজেনরা। যেমন মিঠাই সিরিয়ালের সিড ও মিঠাইকে একসাথে সিধাই ডাকা হয়।

তবে নেটিজেনদের ডাক নয় সম্প্রতি নায়িকাদের ডাক নিয়ে বেশ আলোচনা চলছে নেটপাড়ায়। নায়কদের আসল নাম ছেড়ে নায়িকারা নিজের মত করেই কোনো একটা বাবু নাম দিয়ে দেয়। আর এটা কোনো একটা নয় বরং সব সিরিয়ালের দেখা যাচ্ছে। এই যেমন মিঠাই সিরিয়ালে নয় সিদ্ধার্থ মোদক হলেও কখনো সিডি বয় তো কখনো উচ্ছেবাবু (Ucchebabu) বলে ডাকা হয় তাকে।

   

Bengali Serial,Madhabilata,Chobi Babu,সিরিয়ালের বাবু,মাধবীলতা,বাংলা সিরিয়াল,মাধবীলতা সিরিয়ালের ছবিবাবু,ছবিবাবু,উচ্ছেবাবু,টুকাইবাবু

এভাবে প্রতিটি সিরিয়ালের নায়কদেরই বাবুনাম রয়েছে। যেমন সম্প্রতি রিলিজ হওয়া টিআরপি তালিকায় দ্বিতীয় হওয়া গৌরী এল সিরিয়ালে গৌরী ব্যাঙ্ক বাবু (Bank Babu) বলে ডাকে নায়ককে। আবার এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের উর্মি সত্যকিকে টুকাইবাবু (Tukai babu) বলে ডাকে। আবার অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দীপা নায়ক সূর্যকে ডাক্তারবাবু বলে ডাকে।

Amader Ei Path Jodi Na Sesh Hoy actor Writwik Mukherjee

শুধু এখনকার সিরিয়ালেই নয় আগেকার মেগা সিরিয়ালেও একই প্রথা চলে এসেছে। জনপ্রিয় সিরিয়াল যমুনা ঢাকিতে যমুনা তার বরকে ছোটকর্তা বাবু বলে ডাকত। আর রিমলি সিরিয়ালের নায়িকা তাঁর বরকে গাড়ি বাবু বলে ডাকত। যেন একেঅপরের দেখা দেখি নতুন নতুন বাবু হয়েই চলেছে সিরিয়ালের জগতে।

Madhobilata Sobuj called as Chobi Babu

তবে এত বাবুতেও আশা মেটেনি নায়িকাদের। সম্প্রতি পুরোনো একাধিক সিরিয়াল বন্ধ হওয়ার শুরু হয়েছে একাধিক সিরিয়াল। তাদের মধ্যে একটি হল মাধবীলতা (Madhabilata)। সবেমাত্র সম্প্রচার শুরু হয়েছে সিরিয়ালের। তবে ইতিমধ্যেই নায়ক নায়িকার দেখা হয়ে গিয়েছে আর নায়িকা অর্থাৎ মাধবীলতা তার নায়ক সবুজকে নাম দিয়ে ফেলেছে। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, এবারেও আরেক বাবু! মাধবীলতা সবুজকে ছবি বাবু (Chobi Babu) বলে ডাকা শুরু করেছে।

bengali Serial funny babu names

সিরিয়ালের এই নতুন বাবু ডাক শোনার পরেই নেটিজেনদের একাংশ বলে ফেলেছে, এবার এটাই বাকি ছিল। এই নিয়ে নেটমাধ্যমে এক নেটিজেন একটি পোস্টও করে ফেলেছেন। যেখানে সুন্দর করে প্রতিটা সিরিয়াল ও তাঁর স্পেশাল বাবুর তালিকা রয়েছে। যা দেখে নেটিজেনদের অনেকেই একমত হয়েছেন যে বাংলা সিরিয়াল এখন বাবুতে বাবুময় হয়ে গিয়েছে।