• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একাধিক সিরিয়ালে জুটি বেঁধে বানিয়েছেন রেকর্ড! রইল বাংলা টেলিভিশনের এমনই ১০ তারকার নাম

Updated on:

Bengali serial couples who have worked in more than one serial

বাংলা সিরিয়ালের (Bengali Serial) ইতিহাসে এমন অনেক জুটি (Couple) রয়েছে যেগুলি দর্শকদের প্রচণ্ড পছন্দের। সিরিয়াল শেষ হয়ে গেলে দর্শকরা ফের সেই তারকাদের (Bengali Serial Actor) নিয়ে নতুন সিরিয়াল আনার দাবি তোলেন। কিছু কিছু ক্ষেত্রে তাঁদের দাবি পূরণও করেন নির্মাতারা। আজকের এই বিশেষ প্রতিবেদনে বাংলা সিরিয়ালের এমন ৫ জুটির নাম তুলে ধরা হল যারা এক নয়, বরং একাধিক সিরিয়ালে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।

তৃণা সাহা এবং কৌশিক রায় (Trina Saha and Koushik Roy)- তালিকার প্রথম নামটিই হল ‘খড়কুটো’ সিরিয়ালের সৌজন্য এবং গুনগুনের। স্টার জলসার এই সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হয়েছিল তাঁদের জুটি। এরপর ফের একই চ্যানেলের ‘বালিঝড়’ সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল দু’জনকে। ধারাবাহিকটি টিআরপি তালিকায় কামাল না দেখাতে পারলেও, কৌশিক-তৃণার রসায়ন দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের।

Trina Saha and Koushik Roy

প্রতীক সেন এবং সোনামণি সাহা (Pratik Sen and Sonamoni Saha)- স্টার জলসার ‘মোহর’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেছিলেন প্রতীক-সোনামণি। সেই ধারাবাহিক শেষ হয়ে গেলেও ‘সোনাতিক’ জুটির ভক্ত সংখ্যা একটুও কমেনি। এখন ফের স্টার জলসারই ‘এক্কাদোক্কা’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করছেন দু’জনে। এখানেও প্রতীক-সোনামণির রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের।

Pratik Sen and Sonamoni Saha

নীল ভট্টাচার্য এবং তিয়াশা লেপচা (Neel Bhattacharya and Tiyasha Lepcha)– জি বাংলার ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন নীল এবং তিয়াশা। সিরিয়ালের মতোই তাঁদের জুটিও দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। এখন ফের ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করছেন দু’জনে।

Neel Bhattacharya and Tiyasha Lepcha

বিক্রম চট্টোপাধ্যায় এবং ঐন্দ্রিলা সেন (Vikram Chatterjee and Oindrila Sen)– জি বাংলার ‘সাত পাকে বাঁধা’ সিরিয়ালে দুষ্টু এবং রাজার চরিত্রে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা এবং বিক্রম। মাঝখানে কেটে যায় বহু বছর। এরপর ফের স্টার জলসার ‘ফাগুন বউ’ সিরিয়ালে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেন দু’জনে। এই ধারাবাহিকেও বিক্রম-ঐন্দ্রিলার জুটি দর্শকদের প্রচণ্ড পছন্দ হয়েছিল।

Vikram Chatterjee and Oindrila Sen

শ্রুতি দাস এবং গৌরব রায় চৌধুরী (Shruti Das and Gourab Roy Chowdhury)- তালিকার শেষ নামটি হল ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের নায়ক-নায়িকা তথা গৌরব এবং শ্রুতির। জি বাংলার এই সিরিয়ালের জন্য প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন শ্রুতি এবং গৌরব।

Gourab Roy Chowdhury and Shruti Das

‘ত্রিনয়নী’ সিরিয়ালের মতো শ্রুতি-গৌরবের জুটিও ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এখন একই চ্যানেলের ‘রাঙা বউ’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করছেন দু’জনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥