• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের সাড়ে তিন বছরের মাথায় সুখবর দিলেন রাহুল-প্রীতি! শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অনুরাগীরা

Published on:

Rahul Mazumdar,Prity Biswas,Bengali serial,Couple,Flat,Bengali serial couple,Entertainment,Entertainment news,Bangla khobor,রাহুল মজুমদার,প্রীতি বিশ্বাস,বাংলা সিরিয়াল,জুটি,বাংলা সিরিয়ালের জুটি,ফ্ল্যাট,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Rahul Mazumdar Prity Biswas,Rahul Mazumdar Prity Biswas flat,রাহুল মজুমদার প্রীতি বিশ্বাস,রাহুল মজুমদার প্রীতি বিশ্বাসের ফ্ল্যাট

বাংলা টেলিভিশনের পরিচিত জুটি হলেন রাহুল মজুমদার (Rahul Mazumdar) এবং প্রীতি বিশ্বাস (Prity Biswas)। ইন্ডাস্ট্রিতে কাজের সূত্রেই প্রথম আলাপ দু’জনের। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন দু’জনে। এরপর থেকে সুখে সংসার করছেন তাঁরা। মাঝখানে অবশ্য শোনা গিয়েছিল, ভাঙন ধরেছে রাহুল-প্রীতির সংসারে। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে এবার বিরাট সুখবর দিলেন তারকাজুটি।

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন রাহুল। স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel) ধারাবাহিকে নায়ক শঙ্করের চরিত্রে অভিনয় করছেন তিনি। অপরদিকে ‘ধুলোকণা’, ‘বালিঝড়’ সহ একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করেছেন প্রীতি। সম্প্রতি এই তারকাজুটিই জানিয়েছেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে তাঁদের।

Rahul Mazumdar and Prity Biswas, Rahul Mazumdar and Prity Biswas flat

বিয়ের পর থেকেই এই স্বপ্ন দেখেছিলেন রাহুল-প্রীতি। গাঁটছড়া বাঁধার প্রায় সাড়ে তিন বছরের মাথায় সেই স্বপ্ন পূরণ হল তাঁদের। এখন নিশ্চয়ই ভাবছেন কী এমন স্বপ্ন পূরণ হল এই তারকাজুটির? আসলে সম্প্রতি কলকাতার বুকে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন রাহুল-প্রীতি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে সেই সুখবর দিয়েছেন তাঁরা।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন রাহুল। সেই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘অবশেষে’। পর্দার শঙ্করের শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, নতুন ফ্ল্যাটের চাবি দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন তিনি এবং স্ত্রী প্রীতি। এরপর ভক্তদের নতুন ফ্ল্যাটের ট্যুর করিয়ে দেখান এই তারকাজুটি।

Rahul Mazumdar and Prity Biswas, Rahul Mazumdar and Prity Biswas flat

রাহুল-প্রীতির এই স্বপ্নের ফ্ল্যাট ১২ তলায়। সেখানে দাঁড়িয়ে দেখা যায় শহর কলকাতাকে। তারকাজুটির এই স্বপ্নের আবাসনে রয়েছে একটি সুন্দর ব্যালকনিও। সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় তাঁদের। রাহুল-প্রীতির এত বছরের ইচ্ছে পূরণ হয়েছে দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাদের সতীর্থ এবং অনুরাগীরা।


সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য থেকে শুরু করে তিয়াশা লেপচার চর্চিত প্রেমিক সোহেল- টেলি দুনিয়ার একাধিক তারকা শুভ কামনা জানিয়েছে রাহুল-প্রীতিকে। নতুন ফ্ল্যাটে গুছিয়ে সংসার করুক এই তারকা দম্পতি, এমনটাই কামনা করেছেন তাঁদের ভক্তরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥