• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টার জলসার ‘চিনি’ সিরিয়ালের কাস্টিং: অভিনেতা- অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

Published on:

Bengali serial Cheeni casting with production house character wise real names of actor actresses

পুনর্জন্মের গল্প নিয়ে শীঘ্রই স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হতে চলেছে ‘চিনি’ (Cheeni)। ‘খেলনা বাড়ি’র পর এই সিরিয়ালের হাত ধরে কামব্যাক করছেন ‘গুগলি’ অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য। বিপরীতে রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা সোমরাজ মাইতি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে আসন্ন এই মেগার প্রথম প্রোমো।

‘চিনি’র প্রথম প্রোমোয় দেখা গিয়েছে, নায়ক দ্রোণের বাড়ির ড্রাইভারের মেয়ে নায়িকা চিনি। সে রায়চৌধুরী বাড়িতে পা রাখা মাত্রই অতীতের বেশ কিছু দৃশ্য দেখতে পায়। চিনির চোখের সামনে ভেসে ওঠে, জ্বলন্ত গাড়ির মধ্যে চিৎকার করতে থাকা এক মহিলার ছবি। কী লুকিয়ে আছে রায়চৌধুরী বাড়ির অন্দরে? ধারাবাহিক (Bengali Serial) শুরু হলে পর্দা উঠবে এই রহস্য থেকে। রহস্য-রোমাঞ্চে ভরা এই সিরিয়াল প্রযোজনা করেছে মিসিং স্ক্রু।

‘চিনি’ সিরিয়াল-এর কাস্ট (Cheeni Serial Cast)

সিরিয়ালের নামচিনি
সম্প্রচারকারী চ্যানেলস্টার জলসা
প্রধান নায়কসোমরাজ মাইতি
প্রধান নায়িকাইন্দ্রাণী ভট্টাচার্য
সম্প্রচার শুরুর দিনক্ষণএখনও ঘোষণা হয়নি
টাইম স্লটএখনও সম্প্রচার শুরু হয়নি
মোট পর্বএখনও সম্প্রচার শুরু হয়নি

 

 ‘চিনি’ সিরিয়াল-এর কাস্টিং (Cheeni Serial Casting)

স্টার জলসার আসন্ন এই সিরিয়ালে প্রথম প্রোমোয় বেশ কিছু কলাকুশলীর দেখা মিলেছে। চলুন দেখে নেওয়া যাক, তাঁদের আসল নাম।

চিনি চরিত্রে ইন্দ্রাণী ভট্টাচার্য (Indrani Bhattacharya as Cheeni)

সিরিয়ালের নায়িকা চিনির ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য। নায়কের বাড়ির ড্রাইভারের মেয়ে চিনি। তবে তার বাবা এত বছর ধরে রায়চৌধুরী বাড়িতে কাজ করলেও, তাকে কখনও এখানে নিয়ে আসেনি। জীবনে প্রথমবার এই বাড়িতে পা রেখেই চিনির চোখের সামনে ভেসে ওঠে অতীতের কিছু ঝলক। সে দেখতে পায়, রায়চৌধুরী বাড়ির সামনে একটি গাড়ি দাউ দাউ করে জ্বলছে। তার ভেতর বসে থাকা মহিলা ‘বাঁচাও, বাঁচাও’ করে চিৎকার করছে। কে সেই মহিলা? কেন চিনি দেখতে পাচ্ছে অতীতের এই ঘটনা? জানা যাবে সিরিয়াল শুরুর পর।

Indrani Bhattacharya as Cheeni in Cheeni serial, চিনি সিরিয়ালের কাস্টিং চিনি চরিত্রে ইন্দ্রাণী ভট্টাচার্য

দ্রোণ চরিত্রে সোমরাজ মাইতি (Somraj Maity as Drronn)

‘চিনি’ সিরিয়ালের নায়ক দ্রোণের ভূমিকায় অভিনয় করছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সোমরাজ মাইতি। বিরাট বড়লোক বাড়ির ছেলে হলেও দ্রোণের মনটা ভালো। সেই কারণেই ঠাকুমার আপত্তি সত্ত্বেও ড্রাইভারের মেয়ে চিনিকে রায়চৌধুরী বাড়িতে আমন্ত্রণ জানায় সে। এরপর যখন চিনির চোখের সামনে অতীতের ঘটনা ফুটে ওঠে এবং সে হন্তদন্ত হয়ে দৌড়তে থাকে, তখন তাকে আটকায় এই দ্রোণ। রাগ নয়, বরং ঠাণ্ডা মাথায় চিনিকে শান্ত করে সে।

Somraj Maity as Drronn in Cheeni serial casting, দ্রোণ চরিত্রে সোমরাজ মাইতি চিনি সিরিয়ালের কাস্টিং

‘চিনি’ ধারাবাহিক শুরুর পর বাকি কলাকুশলীর নাম জানা যাবে। তখন আপডেট করে দেওয়া হবে এই তালিকা।  

OTT-তে কোথায় দেখবেন ‘চিনি’?

স্টার জলসার এই সিরিয়ালের সম্প্রচার এখনও শুরু হয়নি। টেলিকাস্ট শুরু হলে জলসার বাকি সকল ধারাবাহিকের মতো ‘চিনি’র প্রত্যেকটি পর্ব ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন।  

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥