• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টার জলসার ‘বালিঝড়’ ধারাবাহিকের সম্পূর্ণ কাস্টিং- অভিনেতা-অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

‘খড়কুটো’র আকাশছোঁয়া সাফল্যের পর স্টার জলসার ‘বালিঝড়’ (Balijhor) ধারাবাহিকের হাত ধরে ফের পর্দায় ফিরেছিল কৌশিক রায় (Koushik Roy) এবং তৃণা সাহার (Trina Saha) জুটি। গুনগুন-বাবিন থেকে তাঁদের নাম হয়েছিল ঝোরা-মহার্ঘ্য। চোখধাঁধানো স্টার কাস্ট, ভিন্ন স্বাদের গল্প হলেও দর্শকমনে সেভাবে ছাপ ফেলতে ‘বালিঝড়’। যে কারণে শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় এই মেগা।

স্টার জলসার এই সিরিয়াল মুখ্য চরিত্রে কৌশিক-তৃণার পাশাপাশি অভিনয় করেছিলেন ইন্দ্রাশিস রায় (Indrasish Roy)। রাজনীতির প্রেক্ষাপটে ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে শুরু হয়েছিল ‘বালিঝড়’র সফর। এই ধারাবাহিকের (Bengali Serial) কাহিনী লিখেছিলেন লীনা গাঙ্গুলী এবং প্রযোজনা করেছিল ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস।

   

‘বালিঝড়’ সিরিয়াল এর কাস্ট (Balijhor Serial Cast)

সিরিয়ালের নাম বালিঝড়
সম্প্রচারকারী চ্যানেল স্টার জলসা
প্রধান নায়ক কৌশিক রায়
প্রধান নায়িকা তৃণা সাহা
সম্প্রচার শুরুর দিনক্ষণ ৬ ফেব্রুয়ারি ২০২৩
অন্তিম সম্প্রচারের দিনক্ষণ ১৬ এপ্রিল ২০২৩
মোট পর্ব ৭০

 

‘বালিঝড়’ সিরিয়ালের কাস্টিং (Balijhor Serial Casting)

স্টার জলসার এই ধারাবাহিকে কোন চরিত্রে অভিনয় করেছিলেন কোন তারকারা চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক।

মহার্ঘ্য বন্দ্যোপাধ্যায় এর চরিত্রে কৌশিক রায় (Koushik Roy as Maharghya Banerjee)

‘বালিঝড়’ সিরিয়ালের নায়ক এবং একজন উঠতি রাজনীতিবিদ মহার্ঘ্যর চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক রায়। আদ্যোপান্ত ভালো মনের একজন মানুষ ছিল মহার্ঘ্য। শুরুতে ভুল বুঝলেও পরে তাকে ভালোবেসে ফেলেছিল ঝোরা।

Koushik Roy as Maharghya Banerjee in Balijhor serial

ঝোরা সেন চরিত্রে তৃণা সাহা (Trina Saha as Jhora Sen)

মহার্ঘ্যর স্ত্রী এবং নামী রাজনীতিবিদ সমুদ্র সেনের মেয়ে ঝোরার চরিত্রে অভিনয় করেছিলেন তৃণা সাহা। ঝোরা ভালোবাসতো স্রোতকে এবং তাকেই বিয়ে করতে চাইতো। যদিও সেটা হয়নি।

Trina Saha as Jhora Sen in Balijhor serial

স্রোত চরিত্রে ইন্দ্রাশিস রায় (Indrasish Roy as Srot)

ঝোরার প্রেমিক স্রোতের চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রাশিস রায়।

Indrasish Roy as Srot in Balijhor serial

সমুদ্র সেন চরিত্রে ভরত কল (Bharat Kaul as Samudra Sen)

ঝোরার বাবা এবং দুঁদে রাজনীতিবিদ সমুদ্র সেনের ভূমিকায় দেখা গিয়েছিল ভরত কল-কে।

Bharat Kaul as Samudra Sen in Balijhor serial

ঝোরার মায়ের চরিত্রে ময়না মুখার্জি (Moyna Mukherji as Jhora’s Mother)

ঝোরার মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল ময়না মুখার্জিকে। ঝোরার বাবা যতখানি কড়া মানুষ ছিলেন, তার মা ছিল ততটাই নরম মনের মানুষ।

Moyna Mukherji as Jhora’s Mother in Balijhor serial

পলি চরিত্রে প্রীতি বিশ্বাস (Prity Biswas as Polly)

সমুদ্র সেনের অ্যাসিস্ট্যান্ট পলির চরিত্রে অভিনয় করেছিলেন প্রীতি বিশ্বাস।

Prity Biswas as Polly in Balijhor serial

বর্ষণ চরিত্রে তথাগত মুখার্জি (Tathagata Mukherjee as Barshan)

‘বালিঝড়’ ধারাবাহিকে বর্ষণের ভূমিকায় দেখা গিয়েছিল তথাগত মুখার্জিকে।

Tathagata Mukherjee as Dodo in Desher Mati serial

বউসোনা চরিত্রে রাজন্যা মিত্র (Rajannya Mitra as Bou Sona)

বর্ষণের স্ত্রী তথা স্রোতের বউসোনার ভূমিকায় অভিনয় করেছিলেন রাজন্যা মিত্র।

Rajannya Mitra as Bousona in Balijhor serial

মহার্ঘ্যর বাবার চরিত্রে চন্দন সেন (Chandan Sen as Maharghya’s Father)

মহার্ঘ্যর বাবার ভূমিকায় দেখা গিয়েছিল চন্দন সেনকে। মহার্ঘ্যর মতো তার বাবার ভীষণ ভালো মনের মানুষ ছিলেন। ঝোরাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন তিনি।

Chandan Sen as Maharghya’s Father in Balijhor serial

স্রোতের বাবার চরিত্রে শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty as Srot’s Father)

স্রোতের বাবার ভূমিকায় দেখা গিয়েছিল শঙ্কর চক্রবর্তীকে।

Shankar Chakraborty as Srot's father in Balijhor serial

স্রোতের মায়ের চরিত্রে রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty as Srot’s Mother)

স্রোতের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন রীতা দত্ত চক্রবর্তী।  

Rita Dutta Chakraborty as Subhalakshmi in Desher Mati serial

স্রোতের ঠাকুমার চরিত্রে সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee as Srot’s Grandmother)

স্রোতের ঠাকুমার ভূমিকায় অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়।

Sabitri Chatterjee as Srot's Grandmother in Balijhor serial

ঝোরার ঠাকুমার চরিত্রে মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee as Jhora’s Grandmother)

ঝোরার ঠাকুমার চরিত্রে দেখা গিয়েছিল বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

Madhabi Mukherjee as Jhora’s Grandmother in Balijhor serial

দোয়েল চরিত্রে প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra as Doyel)

স্রোতের বোন দোয়েলের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা মিত্র।

Priyanka Mitra as Doyel in Balijhor serial

কোয়েল চরিত্রে সোনাল মিশ্র (Sonal Mishra as Koyel)

কোয়েলের ভূমিকায় অভিনয় করেছিলেন সোনাল মিশ্র।

Sonal Mishra as Koyel in Balijhor serial

দুলাল লাহিড়ী (Dulal Lahiri)

সমুদ্রে সেনের মামার ভূমিকায় অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ী।

Dulal Lahiri as Siddheshwar Mukherjee in Khorkuto serial

চৈতালি চক্রবর্তী (Chaitali Chakraborty)

সমুদ্র সেনের কাকার চরিত্রে অভিনয় করেছিলেন চৈতালি চক্রবর্তী।

Chaitali Chakraborty in Balijhor serial

অনিমেষ চরিত্রে ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee as Animesh)

স্রোতের মেজ কাকু অনিমেষের ভূমিকায় দেখা গিয়েছিল ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে।

Bhaskar Banerjee as Animesh in Balijhor serial

অনিমেষের স্ত্রীয়ের চরিত্রে অনুশ্রী দাস (Anushree Das Animesh’s Wife)

স্রোতের মেজ কাকিমার ভূমিকায় অভিনয় করেছিলেন অনুশ্রী দাস।

Anushree Das Animesh’s Wife in Balijhor serial

অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)

স্রোতের কাকুর চরিত্রে অভিনয় করেছিলেন অম্বরীশ ভট্টাচার্য।

Ambarish Bhattacharya as Kamaleshwar Mukherjee in Khorkuto serial

কমলিনী চরিত্রে ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee as Kamalika)

‘বালিঝড়’ ধারাবাহিকে কমলিকা চরিত্রে অভিনয় করেছিলেন ঈপ্সিতা মুখোপাধ্যায়।

Ipsita Mukherjee as Kamalika in Balijhor serial

OTT-তে কোথায় দেখবেন ‘বালিঝড়’?

স্টার জলসার বাকি সকল সিরিয়ালের মতো ‘বালিঝড়’এর প্রত্যেকটি পর্ব আপনি ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন।