• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই শেষ হতেই ফুলকি বনাম সন্ধ্যাতারা, কতটা মন ছুঁলো প্রথম পর্ব? জানাল দর্শকেরা

Published on:

Bengali Serial Audience praise two New Serial Phulki Sandhyatara

গতকালই অর্থাৎ সোমবার থেকেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) ময়দানে এসে হাজির হয়েছে জি বাংলা এবং স্টার জলসার (Zee Bangla & Star Jalsha) আরও দুটি নতুন সিরিয়াল (New Serial) ‘ফুলকি’ এবং ‘সন্ধ্যাতারা’ (Phulki & Sandhyatara)। একদিকে জি বাংলার ফুলকি সিরিয়ালে নায়িকা চরিত্রে দেখা যাচ্ছে একেবারে নতুন অভিনেত্রী দিব্যানি মন্ডলকে।

এই ধারাবাহিকে তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন জনপ্রিয় টেলি অভিনেতা অভিষেক বসু। ফুলকির বক্সিং চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে তৈরী এই সিরিয়ালের প্রথম পর্ব ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা করি কুড়িয়েছে দর্শকমহলে। এই সিরিয়ালে নায়ক রোহিতেরও  একসময়  বক্সিং ছিল প্রাণ। কিন্তু এই বক্সিংয়ের জন্য জীবনে অনেক কিছু হারিয়েছে সে। তাই এখন বক্সিং থেকে নিজেকে শত হস্ত দূরে গিয়ে একটা ঘরের মধ্যে সারাক্ষণ বন্দি করে রাখে সে।

Gouri Elo slot change Phulki new slot announced

প্রসঙ্গত এই সিরিয়ালটি পরিচালনার দায়িত্ব রয়েছেন মিঠাইয়ের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। তবে শুধু পরিচালকই নয় সেই সাথে রয়েছেন মিঠাই সিরিয়ালের আরও একাধিক কলাকুশলীরা। তার মধ্যে যেমন রয়েছেন নন্দা অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী, তেমনই আগামীদিনে এই সিরিয়ালের দেখা যাবে মিঠাই সিরিয়ালের ঠাম্মি, এবং সোমদাকেও। জানা যাচ্ছে পর্দার সোম এই সিরিয়ালে ফুলকির কোচ হয়ে আসবেন।

অন্যদিকে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত ‘সন্ধ্যাতারা’ও ইতিমধ্যে দারুন প্রশংসিত হয়েছে দর্শকমহলে।  ইতিপূর্বে জী বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’তে অভিনয় করে দর্শকমহলে বহুবার প্রশংসিত হয়েছেন অন্বেষা হাজরা। আর এবার সন্ধ্যাতারা সিরিয়ালের প্রথম পর্বেও অন্বেষের তুখোড় অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,স্টার জলসা,Star Jalsha,নতুন সিরিয়াল,New Serial,ফুলকি,Phulki,সন্ধ্যাতারা,Sandhyatara,দর্শক,Audience,প্রশংসা,Praise

সিরিয়াল সিরিয়ালটির প্রথম পর্ব দেখে জানা আছে সন্ধ্যা এবং তারা দুই বোন। একে অপরকে খুবই ভালোবাসে তারা।  একদিকে সন্ধ্যা, ভীষণ পরিশ্রমী আর কর্মঠ। রোদ্দুরের কড়া তাপে পুড়ে কৃষি কাজ করেই সংসার চালায় সে। যার জন্য নিজে কাঁধে লাঙল  টানতেও দেখা গিয়েছে তাঁকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,স্টার জলসা,Star Jalsha,নতুন সিরিয়াল,New Serial,ফুলকি,Phulki,সন্ধ্যাতারা,Sandhyatara,দর্শক,Audience,প্রশংসা,Praise

সন্ধ্যার এই পরিশ্রম দেখে আকাশনীলের মায়ের তাকে পছন্দ হয়ে যায়। তাই তিনি ছেলে আকাশনীলের পুরোহিত মশাইকে মেয়ে খুঁজতে বলেন। অন্যদিকে তারা তার মেজদির জন্য ছেলে দেখতে পুরোহিত মশাইকে দিদির ছবি দিয়ে আসে। কিন্তু আকাশ নীলের পছন্দ শুধু তারা কে।  এখন দেখার এই ত্রিকোণ গল্পে কিভাবে আত্মত্যাগ ও স্বার্থত্যাগ-টাই  বড় হয়ে ওঠে। সেইসাথে আগামী দিনে দেখার ফুলকি আর সন্ধ্যাতারার মধ্যে বাংলা সিরিয়ালের টি আরপি তালিকায় কে বেশি এগিয়ে থাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥