• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধু TRP তালিকাতেই নয়! টেলি অ্যাওয়ার্ড ২০২৩-এ জয়জয়কার অনুরাগের ছোঁয়ার

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,টেলি অ্যাওয়ার্ড ২০২৩,Telly Award 2023,সূর্য,Surjo,দীপা,Deepa,লাবণ্য,Labonyo,মিতুল,Mitul,ঝিলমিল,Jhilmil,সোনা,Sona,রুপা,Rupa

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে সিরিয়াল দেখলেই মন ভালো হয়ে যায় দর্শকদের। তাই এখনকার দিনে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালের (Bengali Serial) ফ্যান পেজ।

আর সম্প্রতি প্রকাশ্যে এসেছে দর্শকদের বিচারে সেরা হওয়া টেলি অ্যাওয়ার্ড ২০২৩-এর (Telly Award 2023) তালিকা। যেখানে বেশিরভাগ পুরস্কারই উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) ঝুলিতে। এই টেলি অ্যাওয়ার্ড অনুযায়ী আজ বং ট্রেন্ডের পাতায় থাকলো বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের তালিকা।

সূর্য-দীপা (Surjo-Deepa): অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপাকে কে না চেনে। ধারাবাহিকে সূর্য-দীপার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষ। সম্প্রতি তাঁরা দুজনেই সেরা অভিনেতা-অভিনেত্রী হিসাবে টেলি অ্যাওয়ার্ড ২০২৩-এর বিশেষ সম্মান পেয়েছেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,টেলি অ্যাওয়ার্ড ২০২৩,Telly Award 2023,সূর্য,Surjo,দীপা,Deepa,লাবণ্য,Labonyo,মিতুল,Mitul,ঝিলমিল,Jhilmil,সোনা,Sona,রুপা,Rupa

লাবণ্য (Labonyo): অনুরাগের ছোঁয়া সিরিয়ালে লাবণ্য সেনগুপ্ত চরিত্রের জন্য টেলি অ্যাওয়ার্ড ২০২৩-এ পুরস্কার পেয়েছেন রুপাঞ্জনা মিত্র। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশেষভাবে সমৃদ্ধ করার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,টেলি অ্যাওয়ার্ড ২০২৩,Telly Award 2023,সূর্য,Surjo,দীপা,Deepa,লাবণ্য,Labonyo,মিতুল,Mitul,ঝিলমিল,Jhilmil,সোনা,Sona,রুপা,Rupa

সোনা-রুপা (Sona-Rupa): অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দুই মিষ্টি সদস্য সোনা-রুপা অভিনেত্রী মিশিতা এবং সৃষ্টি দুজনেই এদিন সেরা ‘রাইসিং স্টার’ হিসাবে টেলি অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন।

Anurager Chhowa Sona Rupa Surjo Deepa New Promo

মিতুল (Mitul):  জি বাংলার খেলনাবাড়ি সিরিয়ালের মিতুল এখন বাংলা সিরিয়ালের ‘লেডি রঞ্জিত মল্লিক’। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে দেওয়া হয়েছে ‘মোস্ট চ্যালেঞ্জিং’ অভিনেত্রীর টেলি অ্যাওয়ার্ড।

বাংলা সিরিয়াল,Bengali Serial,টেলি অ্যাওয়ার্ড ২০২৩,Telly Award 2023,সূর্য,Surjo,দীপা,Deepa,লাবণ্য,Labonyo,মিতুল,Mitul,ঝিলমিল,Jhilmil,সোনা,Sona,রুপা,Rupa

ঝিলমিল(Jhilmil): এছাড়াও এই তালিকায় রয়েছেন জি বাংলার ‘তোমার খোলা হাওয়া সিরিয়ালের নায়িকা ঝিলমিল অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

বাংলা সিরিয়াল,Bengali Serial,টেলি অ্যাওয়ার্ড ২০২৩,Telly Award 2023,সূর্য,Surjo,দীপা,Deepa,লাবণ্য,Labonyo,মিতুল,Mitul,ঝিলমিল,Jhilmil,সোনা,Sona,রুপা,Rupa

এদিন বাংলা সিরিয়ালের ‘ভার্সাটাইল’ অভিনেত্রী হিসাবে টেলি অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন পর্দার ঝিলমিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥