বাংলা সিরিয়ালের (Bengali Serial) অভিনেত্রীরা কিন্তু বরাবরই দর্শকমহলে দারুণ জনপ্রিয়। প্রত্যেকটি সিরিয়ালেই নায়িকাদের মধ্যে বিভিন্ন ধরনের চরিত্রের শেড লক্ষ্য করা যায়। তাই বাস্তব জীবনের মতোইটিভির পর্দাতেও তাঁরা কখনও কারও প্রেমিকা, কখনও আদর্শ মেয়ে তো কখনও আবার বাড়ির বউ সর্বোপরি একজন মা (Mother)। তাই আজ এই আন্তর্জাতিক মাতৃদিবস (International Mothers Day) উপলক্ষ্যে বং ট্রেন্ডের পাতায় থাকল বাংলা সিরিয়ালের জনপ্রিয় মা চরিত্রের অভিনেত্রীদের একটি তালিকা।
সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu): এই তালিকায় প্রথমেই রয়েছেন জি বাংলার ‘মিঠাই’ সিরিয়ালের নায়িকা মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এত কম বয়সেই তিনি শাক্য-মিষ্টির মতো দুই ছেলে-মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করে মন জিতে নিয়েছেন দর্শকদের।
আরাত্রিকা মাইতি (Aratrika Maity): এছাড়া রয়েছেন বাংলা সিরিয়ালের সবচেয়ে কম বয়সী মা, তথা মিতুল অভিনেত্রী আরাত্রিকা মাইতি। এখনও নিজে স্কুলের গণ্ডি না পেরোলেও পর্দায় তিনি অভিনয় করছেন কলেজ পড়ুয়া মেয়ের মায়ের চরিত্রে। প্রসঙ্গত মিতুলের মেয়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি কিন্তু আরাত্রিকার থেকে বয়সে বড়, অন্যদিকে মিতুলের ছেলে আদর হলেন তাঁর সমবয়সী।
স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh): এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জনপ্রিয় মা হলেন স্টার জলসার বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকা দিপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। তিনিও একই সাথে দুই যমজ মেয়ে সোনা-রুপার মায়ের চরিত্রটিকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন টিভির পর্দায়।
মহুয়া হালদার (Mahua Halder): এছাড়া তালিকায় রয়েছেন স্টার জলসার ‘মা’ সিরিয়ালের ঝিলিকের মা অর্থাৎ প্রতিমা চরিত্রের অভিনেত্রী মহুয়া হালদার। এই চরিত্রটি ছিল তাঁর অভিনয় জীবনের অন্যতম মাইলস্টোন চরিত্র।
মৌসুমী সাহা (Moushumi Saha): এছাড়াও তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী সাহা। ছোট পর্দায় বেশিরভাগ জনপ্রিয় নায়কদের মায়ের চরিত্রে বহুদিন ধরে অভিনয় করে চলেছেন তিনি। এমনকি অভিনয় করেছেন বড় পর্দাতেও দেব কিংবা অঙ্কুশের মতো সুপারস্টারদের মায়ের চরিত্রে। এখন তাঁকে দেখা যাচ্ছে ‘গৌরী এলো’ সিরিয়ালে।
সোহিনী সান্যাল (Sohini Sanyal): সোহিনী খুবই অল্প বয়স থেকেই অভিনয় জগতে প্রবেশ করেছেন। তারপর খুব কম বয়সেই প্রচলিত মিথ ভেঙে অভিনয় করে চলেছেন মায়ের চরিত্রে। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘গাঁটছড়া’ সিরিয়ালে।
অনুশ্রী দাস (Anushree Das): এছাড়াও এই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অনুশ্রী দাস। সম্প্রতি স্টার জলসার ‘মেয়েবেলা’ সিরিয়ালে রূপা গাঙ্গুলী অভিনীত বিথী মাসির চরিত্রে অভিনয় করছেন তিনি । টেলিভিশনের পর্দায় বিগত বেশ কয়েক বছর ধরে নায়ক নায়িকাদের মায়ের চরিত্রে অভিনয় করে দারুন জনপ্রিয়তা পেয়েছেন অনুশ্রী।
অপরাজিতা আঢ্য (Aparajita Adhya): অপরাজিতা আঢ্য মানেই ছোট পর্দার লক্ষ্মী কাকিমা। তিনিও মায়ের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয় টেলিভিশনের পর্দায়।
তুলিকা বসু (Tulika Basu): তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তুলিকা বসু। বহুদিন ধরে টেলিভিশনের সাথে যুক্ত থাকার পাশাপাশি নায়ক নায়িকাদের মায়ের চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কেড়েছেন এই অভিনেত্রী।
কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শেষ হয়েছে তুলিকা অভিনীত সিরিয়াল ‘আলতা ফড়িং’। তবে এর আগেও একাধিক সিরিয়ালে দুর্দান্ত অভিনয় করে সকলের কাছে জনপ্রিয় তিনি।