• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠিক যেন যমজ বোন! টলি-বলি নায়িকার সাথে অদ্ভুত মুখের মিল আছে এই বাংলা সিরিয়ালের নায়িকাদের

পৃথিবীতে নাকি একই রকম দেখতে (Look a Like) মোট ছয় জন মানুষ থাকে এমনটাই বলা হয় প্রবাদে। কিন্তু এটা শুরুই যে প্রবাদ বাক্য তা কিন্তু একেবারেই না। আমাদের চারিদিকে ভালো করে খেয়াল করলেই হয়তো এক দুজন এমন দেখা যাবে যাদের একই রকম দেখতে। ব্যতিক্রম নেই টলিউড (Tollywood), বলিউড (Bollywood) থেকে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতেও। আজ আপনাদের এমন কিছু নায়িকাদের সম্পর্ক জানাবো যাদের প্রথম ঝলকে দেখে যমজ বোন বলে মনে হতে পারে।

মোনালি ঠাকুর ও বিনীতা চ্যাটার্জী (Monali Thakur & Vinita Chatterjee) : বাঙালি গায়িকা মোনালি ঠাকুর সকলের কাছেই পরিচিত। এদিকে ষ্টার জলসার ‘মেম বউ’ সিরিয়ালের নায়িকা বিনীতা চ্যাটার্জীও বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু এরপর আর সেভাবে অভিনয়ে দেখা যায়নি তাকে। তবে একঝলক দেখলে দুজনকে যমজ বোন বলতে বাধ্য হবে যে কেউ।

   

Bengali Serial actress who looks like twin sisters with Tollywood and Bollywood actresses

সৌমিতৃষা কুন্ডু ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Soumitrisha Kundu & Pinky Banerjee) : জি বাংলার সুপারহিট সিরিয়াল ‘মিঠাই’ এর নায়িকা সৌমিতৃষা কুন্ডু। বাংলা ইন্ডাস্ট্রির আরেক অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সাথে দুর্দান্ত মুখের মিল রয়েছে সৌমিতৃষার সাথে।

আরও পড়ুনঃ শিমুলের দিন শেষ! শুরুতেই বাজিমাত ‘গীতা LLB’র প্রশংসায় পঞ্চমুখ বাঙালি দর্শকেরা

মধুরিমা বসাক ও মৌনী রায় (Madhurima Basak & Mouni Roy) : ষ্টার জলসার ‘গুড্ডি’ সিরিয়াল মনে আছে নিশ্চই। গল্পের শিরিন চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী মধুরিমা বসাক। অন্যদিকে বলিউডের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মৌনী রায়। দুজনের মধ্যে মুখের অনেকটাই মিল রয়েছে বলে মনে করেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ অবাঙালি হলেও দুর্দান্ত অভিনয়ের দৌলতে জিতেছেন দর্শক মন, রইল টেলি পাড়ার এমনই ৭ তারকাদের তালিকা

Titiksha Das looks like Alia Bhatt says netizens

তিতিক্ষা দাস ও আলিয়া ভাট (Titiksha Das & Alia Bhatt) : বর্তমান জি বাংলার জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম একটি হল ‘ইচ্ছে পুতুল’। নায়িকা মেঘের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তিতিক্ষা দাস। নেটিজেনদের মতে তিতিক্ষাকে অনেকটাই বলিউডের প্রথমসারির অভিনেত্রী আলিয়া ভাটের মত দেখতে।

Pradip Dhar looks like Anamika Saha as Butu Sona in Neem Phooler Madhu

অনামিকা সাহা ও প্রদীপ ধর (Anamika Saha & Pradip Dhar) : বিন্দু মাসি চরিত্রে অনামিকা সাহার অভিনয় আজও প্রতিটা বাঙালির মনে গেঁথে রয়ে গিয়েছে। তবে কিছুদিন আগে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের ফুল মাসি সেজেছিলেন অভিনেতা প্রদীপ ধর। তাকে দেখে অবিকল বিন্দু মাসি লাগছে বলেই মনে করেছিল নেটিজেনদের একটা বড় অংশ।