• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মিঠাই’ থেকে দীপা, একসঙ্গে ডাবল রোলে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন এই ৫ টেলি নায়িকা

বাংলা সিরিয়ালের অভিনেত্রী (Bengali Serial Actress) মানেই দর্শকদের মনের খুব কাছের। রোজ তাঁদের টিভির পর্দায় দেখতে দেখতে নিজের ঘরের মেয়ের মতো ভালোবেসে ফেলেন দর্শকরা। আর হবে নাই বা কেন! নিজেদের তুখোড় অভিনয়ের মাধ্যমে সকলের মনের মণিকোঠায় এই স্থান অর্জন করে নিয়েছেন টেলি নায়িকারা। কখনও বয়সের থেকে বড় চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁদের, কখনও আবার একইসঙ্গে দ্বৈত চরিত্রে (Double Role) অভিনয় করে তাক লাগান তাঁরা। আজকের প্রতিবেদনে বাংলা সিরিয়ালের এমন ৫ নায়িকার নাম তুলে ধরা হল যারা একসঙ্গে ডাবল রোলে অভিনয় করে তাক লাগিয়েছেন।

সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)- তালিকার প্রথম নামটিই হল ‘মিঠাই’ নায়িকা সৌমিতৃষা কুণ্ডুর। সৌমিতৃষা একইসঙ্গে মিঠি এবং মিঠাই চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। একইসঙ্গে দু’টি ভিন্ন চরিত্রে অভিনয় করা একেবারেই সহজ নয়। তবে সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন সৌমিতৃষা এবং সসম্মানে সেই পরীক্ষায় পাশও করেছেন।

   

Mithai and Mithi, Soumitrisha Kundu, Soumitrisha Kundu double role

শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)- স্টার জলসার ‘গুড্ডি’ ধারাবাহিকের নায়িকা শ্যামৌপ্তির নামও তালিকায় রয়েছে। শ্যামৌপ্তি এই মুহূর্তে ‘গুড্ডি’তে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। একইসঙ্গে গুড্ডি এবং রেশমির চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। শ্যামৌপ্তির অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা।

Guddi serial Guddi and Ritabhari, Shyamoupti Mudly double role

ইন্দ্রাণী হালদার (Indrani Halder)- বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির নামী অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের নামও তালিকায় রয়েছে। জি বাংলার ‘সীমারেখা’ সিরিয়ালে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রাণী। এর মধ্যে একটি চরিত্র ছিল নায়িকার এবং দ্বিতীয়টি খলনায়িকার। দুই চরিত্রেই ইন্দ্রাণীর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের।

Seemarekha Bengali serial, Indrani Halder double role

খেয়ালি মণ্ডল (Kheyali Mondal)- ‘আলতা ফড়িং’ সিরিয়ালের নায়িকা খেয়ালির নামও তালিকায় রয়েছে। তাঁকেও দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। একইসঙ্গে ফড়িং এবং ফড়িংয়ের যমজ বোন জনির চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন খেয়ালি।

Aalta Phoring Phoring and Johnny, Kheyali Mondal, Kheyali Mondal double role

স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)- ‘অনুরাগের ছোঁয়া’র দীপা অভিনেত্রী স্বস্তিকার নামও তালিকায় রয়েছে। সম্প্রতি ধারাবাহিকে দীপার মায়ের ছবি দেখানো হয়েছে।

Swastika Ghosh, Swastika Ghosh double role

সেখানে দেখা গিয়েছে, দীপার মাকে হুবহু দীপার মতোই দেখতে। অর্থাৎ কোনোদিন ধারাবাহিকে যদি দীপার মায়ের ট্র্যাক দেখানো হয়, তাহলে সেই চরিত্রে স্বস্তিকাকেই অভিনয় করতে দেখা যাবে।