• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুবানের হাত ধরে টলিউডে আসলেও, নিজের দমে সফল! ডিভোর্স নিয়ে মুখ খুললেন ‘শ্যামা’ অভিনেত্রী তিয়াশা

Published on:

Bengali serial actress Tiyasha Lepcha opens up about her divorce with Suban Roy

‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের (Bengali serial) কেন্দ্রীয় চরিত্র শ্যামার ভূমিকায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী তিয়াশা লেপচা। নবাগতা অভিনেত্রী হলেও নিজের কাজের মাধ্যমে হয়ে উঠেছিলেন দর্শকদের পছন্দের অভিনেত্রী। তবে জানেন, এত হিট ধারাবাহিকের নায়িকা হয়েও একসময় কাজের জন্য প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছিল তিয়াশাকে (Tiyasha Lepcha)। এমনকি কাজ না পাওয়ায় অভিনেত্রীকে গ্রাস করেছিল চরম হতাশাও। সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন তিনি নিজে।

রূপোলি পর্দার ঝাঁ চকচকে জীবনের পিছনে একজন শিল্পীর জীবনে যে অন্ধকার থাকতে পারে তা হয়তো অনেকেই ভাবতে পারেন না। তবে এমনটাই হয়েছিল তিয়াশার সঙ্গে। সম্প্রতি নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী। তিয়াশা বলেন, অনেকেই তাঁকে বলেন যে তিনি তাঁর স্বামী সুবানের হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। একথা একবাক্যে মেনে নেন তিয়াশা নিজেও। তবে সুবানের হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও পর্দার শ্যামা কিন্তু নিজের দমে দর্শকদের পছন্দের পাত্রী হয়ে উঠেছেন।

Krishnakoli serial

‘কৃষ্ণকলি’ অভিনেত্রীর মতে, ছোটবেলায় যেমন মা-বাবা সাইকেল চালানো শেখালেও সেখান থেকে পড়ে গেলে যেমন ব্যথাটা নিজেকে সহ্য করতে হয়, অভিনয়ের ক্ষেত্রেও বিষয়টা একই। স্বামীর হাত ধরে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করলেও তিয়াশা কিন্তু নিজের দমে দর্শকদের ড্রয়িংরুমের অংশ হয়ে উঠেছেন।

গোবরডাঙার সাধারণ মেয়ে তিয়াশা লেপচা অবশ্য বেশিরভাগ মানুষের কাছে তিয়াশা রায় বলেই পরিচিত। যদিও এখন রায় পদবী অতীত। এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তাই অভিনেত্রী অনুরোধ করেছেন, তাঁকে তিয়াশা লেপচা বলেই ডাকতে। প্রয়োজনে শুধু তিয়াশা বোলার অনুরোধও করেছেন তিনি। যদিও সব কিছুর মধ্যে সুবানকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।

Tiyasha Lepcha and Suban Roy

শুধু এটুকুই নয়, তিয়াশা এও বলেন যে পর্দার বাইরেও একজন শিল্পীর ব্যক্তিগত একটি জীবন থাকে। বাস্তবেও তাঁদের দুঃখ হয়। তাই যদি এখন অভিনেত্রী বাস্তবেshya চোখের জল ফেলেন তাহলে সেটা কিন্তু তাঁর মনের দুঃখ, অভিনয় নয়, কিছু মানুষকে এটা বুঝতে হবে।

Tiyasha Lepcha

পাশাপাশি অভিনেত্রী বর্তমান সময়ের সামাজিক পরিস্থিতি নিয়েও মুখ খোলেন। তাঁর কথায়, সমাজের একদল মানুষ ফোর জি, ফাইভ জি ফোন ব্যবহার করলেও তাঁদের মানসিকতার কোনও উন্নতি হয়নি। তাঁদের অনেক মন্তব্য়ের জেরে অনেক দুর্বল মেয়ে নিজের ক্ষতিও করতে পারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥