• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মেয়েবেলা’ সিরিয়ালের ‘মৌ’ অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এর বয়স, জন্মদিন, প্রেম সহ সম্পূর্ণ বায়োগ্রাফি

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। ‘খেলাঘর’, ‘মেয়েবেলা’ (Meyebela) সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করছেন তিনি। কখনও ‘পূর্ণা’ কখনও ‘মৌ’ রূপে তাঁকে দেখেছেন দর্শকরা। শীঘ্রই জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে স্বীকৃতির নতুন সিরিয়াল ‘আলোর কোলে’ (Alor Kole)।

আসন্ন এই ধারাবাহিকে (Bengali Serial) স্বীকৃতিকে আত্মা রূপে দেখতে পাবেন দর্শকরা। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে শুরু হচ্ছে এই মেগা। ‘আলোর কোলে’ শুরুর আগে তাই চলুন এক ঝলকে স্বীকৃতির কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সম্বন্ধে কিছু অজানা তথ্য (Unknown Facts) জেনে নেওয়া যাক।

   

স্বীকৃতি মজুমদার এর উইকি এবং বায়ো (Swikriti Majumder Wiki & Bio)

নাম স্বীকৃতি মজুমদার
ডাকনাম স্বীকৃতি
জন্মসাল ১৯৯৭
বয়স (২০২৩ সালে) ২৬ বছর
পেশা অভিনেত্রী, মডেল
ধর্ম হিন্দু
বাসস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ

স্বীকৃতি মজুমদার এর শারীরিক গঠন (Swikriti Majumder Physical Stats)

উচ্চতা (প্রায়) ৫ ফুট ২ ইঞ্চি
ওজন (প্রায়) ৫৪ কেজি
চোখের মণির রঙ কালো
চুলের রঙ কালো

স্বীকৃতি মজুমদার এর শিক্ষাগত যোগ্যতা (Swikriti Majumder Education)

বিদ্যালয় জানা যায়নি
কলেজ জানা যায়নি
বিশ্ববিদ্যালয় জানা যায়নি
শিক্ষাগত যোগ্যতা জানা যায়নি

স্বীকৃতি মজুমদার এর প্রেমজীবন সহ অন্যান্য তথ্য (Swikriti Majumder Relationships & More)

প্রেমিক জানা যায়নি
রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল
বৈবাহিক জীবন অবিবাহিত
বিয়ের তারিখ এখনও বিয়ে হয়নি

স্বীকৃতি মজুমদার এর পরিবার (Swikriti Majumder Family)

স্বামী এখনও বিয়ে হয়নি
বাবা নাম জানা যায়নি
মা নাম জানা যায়নি
ভাই-বোন নাম জানা যায়নি

স্বীকৃতি মজুমদার এর কেরিয়ার (Swikriti Majumder Career)

টিভি সিরিয়াল ১. ‘খেলাঘর’ (২০২০)
২. ‘মেয়েবেলা’ (২০২৩)
৩. ‘আলোর কোলে’ (২০২৩)
সিনেমা এখনও করেননি
ওয়েব সিরিজ এখনও করেননি

স্বীকৃতি মজুমদার এর প্রিয় জিনিস (Swikriti Majumder Favourites)

প্রিয় অভিনেতা রণবীর কাপুর
প্রিয় অভিনেত্রী করিনা কাপুর
প্রিয় রঙ সাদা
প্রিয় খেলা ফুটবল
প্রিয় স্ট্রিট ফুড ফুচকা

স্বীকৃতি মজুমদার এর সম্বন্ধে কিছু অজানা তথ্য (Unknown Facts About Swikriti Majumder)

১. পি.সি চন্দ্র গোল্ডলাইটস ডিভা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন স্বীকৃতি।
২. ২০২১ সালে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে ‘সেরা বউ’ বিভাগে জয়ী হয়েছিলেন স্বীকৃতি।