• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কার কাছে কই মনের কথা’র ‘পুতুল’ অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য বয়স, জন্মদিন প্রেম সহ সম্পূর্ণ বায়োগ্রাফি

Updated on:

Bengali serial actress Sritama Bhattacharjee wiki bio unknown facts

বাংলা টেলিভিশনে এমন খুব কম অভিনেত্রী রয়েছেন যারা নায়িকা এবং খলনায়িকা দুই চরিত্রেই সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। এমন একজন অভিনেত্রী হলেন শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। কেরিয়ারের শুরুটা নায়িকা হিসেবে করলেও, ভিলেন হিসেবেও তাঁকে দেখেছেন দর্শকরা। এখন পার্শ্বচরিত্রে অভিনয় করছেন তিনি।

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকে দেখা যাচ্ছে শ্রীতমাকে। নায়িকা শিমুলের ননদ পুতুল (Putul) এর চরিত্রে অভিনয় করছেন তিনি। মানসিক ভারসাম্যহীন একটি চরিত্রে তুখোড় অভিনয় করে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছেন শ্রীতমা। আজকের প্রতিবেদনে সেই অভিনেত্রীর কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সম্বন্ধেই একাধিক অজানা তথ্য (Unknown Facts) তুলে ধরা হল।

‘শ্রীতমা ভট্টাচার্য’-এর উইকি এবং বায়ো (Sritama Bhattacharjee Wiki & Bio)

নামশ্রীতমা ভট্টাচার্য
ডাকনামশ্রীতমা
জন্মতারিখ২২ মে
বয়স (২০২৩ সালে)জানা যায়নি
পেশাঅভিনেত্রী
ধর্মহিন্দু
বাসস্থানকলকাতা পশ্চিমবঙ্গ

 ‘শ্রীতমা ভট্টাচার্য’ এর শারীরিক গঠন (Sritama Bhattacharjee Physical Stats)

উচ্চতা (প্রায়)৫ ফুট ৩ ইঞ্চি
ওজন (প্রায়)৬৬ কেজি
চোখের মণির রঙবাদামি কালো
চুলের রঙকালো

 ‘শ্রীতমা ভট্টাচার্য’ এর শিক্ষাগত যোগ্যতা (Sritama Bhattacharjee Education)

বিদ্যালয়দেশপ্রিয় বিদ্যানিকেতন বেলঘরিয়া
কলেজরবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
শিক্ষাগত যোগ্যতাস্নাতক

 ‘শ্রীতমা ভট্টাচার্য’ এর প্রেমজীবন সহ অন্যান্য তথ্য (Sritama Bhattacharjee Relationships & More)

প্রেমিকজানা যায়নি
রিলেশনশিপ স্ট্যাটাসসিঙ্গেল
বৈবাহিক জীবনঅবিবাহিত
বিয়ের তারিখএখনও বিয়ে হয়নি

 ‘শ্রীতমা ভট্টাচার্য’ এর পরিবার (Sritama Bhattacharjee Family)

স্বামীএখনও বিয়ে হয়নি
বাবানাম জানা যায়নি
মানাম জানা যায়নি
ভাই-বোনপুপে ভট্টাচার্য (বোন)  

 ‘শ্রীতমা ভট্টাচার্য’ এর কেরিয়ার (Sritama Bhattacharjee Career)

টিভি সিরিয়াল১. অগ্নিপরীক্ষা (২০০৯)
২. মা (২০০৯)
৩. ইচ্ছেনদী (২০১৫)
৪. গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে (২০১৯)
৫. প্রথমা কাদম্বিনী (২০২০)
৬. গ্রামের রানী বীণাপাণি (২০২১)
৭. লালকুঠি (২০২২)
৮. সোহাগ জল (২০২২)
৯. কার কাছে কই মনের কথা (২০২৩)
সিনেমাআমি তুমি আর মালতী (২০২১)
ওয়েব সিরিজহ্যালো রিমেম্বার মি (২০২২)

 ‘শ্রীতমা ভট্টাচার্য’ এর পছন্দের জিনিস (Sritama Bhattacharjee Favourites)

প্রিয় অভিনেতারণবীর কাপুর
প্রিয় অভিনেত্রীমাধুরী দীক্ষিত
প্রিয় রঙলাল, কালো
প্রিয় খেলাক্রিকেট
প্রিয় স্ট্রিট ফুডফুচকা

 ‘শ্রীতমা ভট্টাচার্য’ এর সম্বন্ধে কিছু অজানা তথ্য (Unknown Facts About Sritama Bhattacharjee)

১. ২০১৩ সালে ‘মা’ ধারবাহিকের জন্য সেরা অভিনেত্রী বিভাগে টেলি সিনেমা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন শ্রীতমা।
২. রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ১’এ অংশগ্রহণ করেছিলেন শ্রীতমা।
৩. সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত ‘দাদাগিরি’তে অংশ্রগ্রহণ করেছিলেন শ্রীতমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥