• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখ্যচরিত্রে দুর্দান্ত অভিনয়ের পরেও কেন পার্শ্ব চরিত্রে? সত্যিটা জানালেন শ্রীপর্ণা

Published on:

Kori Khela actress Sriparna Roy Shares her experience before comeback to screen

বাংলা টেলি জগতের অত্যন্ত নামী এক অভিনেত্রী হলেন শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করেছেন তিনি। বহু বাঙালি সিরিয়ালপ্রেমী দর্শকের কাছে তাঁর পরিচয় এখনও ‘টুসু’ নামে। স্টার জলসার একসময়কার জনপ্রিয় ধারাবাহিক ‘আঁচল’এ এই ’টুসু’ চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রীপর্ণা। প্রায় ২ বছর চলেছিল সেই সিরিয়াল।

২০১৪ সালে পথচলা শেষ হয়েছিল ‘আঁচল’র। এরপর ২০১৫ সালে ‘আজ আড়ি কাল ভাব’ সিরিয়ালে অভিনয় করেন শ্রীপর্ণা। এই সিরিয়াল শেষ হওয়ার পর ২০১৮ সালে ‘ওম নম শিবায়’ এবং পরের বছর ‘নেতাজী’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি। সবশেষে ২০২১ সালে ‘কড়ি খেলা’ সিরিয়ালে অভিনয় করেন অভিনেত্রী (Actress)। এরপর এখন জি বাংলার ‘মুকুট’ সিরিয়ালে দেখা যাচ্ছে শ্রীপর্ণাকে।

Sriparna Roy, Mukut serial Dol

‘মুকুট’র আগে শ্রীপর্ণা যে কটি সিরিয়ালে অভিনয় করেছেন প্রায় প্রত্যেকটিতেই নায়িকার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। মুখ্য চরিত্রে এত সফল হওয়ার পর ‘মুকুট’এ কেন পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে এর কারণ ফাঁস করেন পর্দার দোল নিজে।

‘মুকুট’ শুরুর সময় সিরিয়ালে নিয়মিত দেখা যেত শ্রীপর্ণাকে। কিন্তু এখন দোল চরিত্রটিকে বিশেষ দেখা যায় না। শ্রীপর্ণার মতো একজন অভিনেত্রী যিনি নায়িকা হিসেবে এত সফল তাঁর এমন পরিণতি কিছুতেই মানতে পারছেন না দর্শকরা। তাহলে কি ভাগ্যচক্রে নায়িকা থেকে সাইড রোলে চলে এলেন তিনি নাকি নিজের স্বেচ্ছায় এই চরিত্র বেছে নিয়েছেন অভিনেত্রী?

Sriparna Roy, Mukut serial Dol

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলের সঙ্গে খোলামেলা আলোচনায় বসেছিলেন শ্রীপর্ণা। সেখানে তিনি বলেন, ‘আমার বাড়ি অনেকটা দূর। সেখান থেকে শিফট হয়ে আমি এখনও টলিপাড়ায় আসতে পারিনি। আমার ১১ বছর সম্পূর্ণ হয়ে গেলেও মনে হয় ওই বাড়িটাই ভালো। তাছাড়া এখন যেহেতু বাবা একা হয়ে গিয়েছে সেই জন্য বাড়িতেও আমায় সময় দিতে হয়। সংসার গোছানোর একটা প্ল্যানিংও চলছে। সেই জন্যই আমি জীবনের প্রত্যেক পার্টে আমি আনন্দ করতে চাই’।

শ্রীপর্ণার কথায়, মুখ্য চরিত্রে অভিনয় করতে এলে ইন্ডাস্ট্রিকে বেশিরভাগ সময়টাই দিতে হতো। আগে মা ছিল, তবে এখন অভিনেত্রীর মা নেই। সেই জন্য বাবার খেয়াল রাখা, অত দূর থেকে ইন্ডাস্ট্রিতে রোজ আসা তাঁর পক্ষে সম্ভব নয়। আর সেই কারণেই মুখ্য চরিত্র থেকে সরে এসে পার্শ্বচরিত্রকেই বেছে নিয়েছেন শ্রীপর্ণা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥