• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এক্কা দোক্কা’ সিরিয়ালের ‘রাধিকা’ অভিনেত্রী সোনামণি সাহা : বয়স, জন্মদিন, প্রেম সহ সম্পূর্ণ বায়োগ্রাফি

Updated on:

Bengali serial actress Sonamoni Saha wiki bio unknown facts

‘দেবী চৌধুরানী’র হাত ধরে শুরু হয়েছিল পথচলা, সালটা ২০১৮। এরপর থেকে আর পিছন ফিরে তাকাননি সোনামণি সাহা (Sonamoni Saha)। কখনও ‘মোহর’, কখনও ‘রাধিকা’ রূপে তাঁকে দেখেছেন দর্শকরা। সিরিয়ালের নাম বদলালেও সোনামণির প্রতি দর্শকদের ভালোবাসাটা কিন্তু একই রয়ে গিয়েছে।

বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের (Bengali Serial Actress) মধ্যে একজন হলেন সোনামণি। একাধিক হিট সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা। তাঁর কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুল চর্চা হয় ভক্তমহলে। আজকের প্রতিবেদনে সেই সোনামণির সম্বন্ধেই একাধিক অজানা তথ্য (Unknown Facts) আপনার সামনে তুলে ধরা হল।

সোনামণি সাহা এর উইকি এবং বায়ো (Sonamoni Saha Wiki & Bio)

নামসোনামণি সাহা
ডাকনামসোনা
জন্মতারিখ৪ এপ্রিল ১৯৯৬
বয়স (২০২৩ সালে)২৭ বছর
পেশাঅভিনেত্রী
ধর্মহিন্দু
বাসস্থানকলকাতা, পশ্চিমবঙ্গ

 

সোনামণি সাহা এর শারীরিক গঠন (Sonamoni Saha Physical Stats)

উচ্চতা (প্রায়)৫ ফুট ৭ ইঞ্চি
ওজন (প্রায়)৬০ কেজি
চোখের মণির রঙবাদামি কালো
চুলের রঙকালো

 

সোনামণি সাহা এর শিক্ষাগত যোগ্যতা (Sonamoni Saha Education)

বিদ্যালয়জানা যায়নি
কলেজমালদা কলেজ
বিশ্ববিদ্যালয়গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়
উচ্চশিক্ষার বিষয়সাংবাদিকতা এবং গণজ্ঞাপন

 

সোনামণি সাহা এর প্রেমজীবন সহ অন্যান্য তথ্য (Sonamoni Saha Relationships & More)

প্রেমিকজানা যায়নি
রিলেশনশিপ স্ট্যাটাসসিঙ্গেল
বৈবাহিক জীবনডিভোর্সী
বিয়ের তারিখজানা যায়নি

 

সোনামণি সাহা এর পরিবার (Sonamoni Saha Family)

প্রাক্তন স্বামীসুব্রত রায়
বাবানাম জানা যায়নি
মানাম জানা যায়নি
ভাই-বোনজানা যায়নি

 

সোনামণি সাহা এর কেরিয়ার (Sonamoni Saha Career)

টিভি সিরিয়াল১. দেবী চৌধুরানী (২০১৮)
২. মোহর (২০১৯)
৩. এক্কা দোক্কা (২০২২)
সিনেমাএখনও করেননি
ওয়েব সিরিজদ্য বেঙ্গল স্ক্যামঃ বিমা কাণ্ড (২০২২)

 

সোনামণি সাহা এর প্রিয় জিনিস (Sonamoni Saha Favourites)

প্রিয় অভিনেতাশাহরুখ খান
প্রিয় অভিনেত্রীঅনুষ্কা শর্মা
প্রিয় রঙলাল, কালো
প্রিয় খেলাক্রিকেট
প্রিয় স্ট্রিট ফুডমোমো

 

সোনামণি সাহা এর বিষয়ে কিছু অজানা তথ্য (Unknown Facts About Sonamoni Saha)

১. আজ এত সফল অভিনেত্রী হলেও, সোনামণি ছোটবেলা থেকে কিন্তু অভিনয়ে আসতে চাননি।
২. খুব কম বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনামণি সাহা। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি।   

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥