• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই-দীপা সবাই ফেল! বাংলা সিরিয়ালের সেরা অভিনেত্রীর শিরোপা ছিনিয়ে নিলেন এই টেলি নায়িকা

Published on:

Bengali Serial Actress Solanki Roy wins Telly Cine Best Actress Award 2023

বাংলা সিরিয়ালের এমন অনেক নায়িকা (Bengali Serial Actress) রয়েছেন যারা দর্শকদের খুব কাছের, খুব পছন্দের। মিঠাই, দীপা থেকে শুরু করে জগদ্ধাত্রী- সেই তালিকায় নাম রয়েছে অনেকের। একে এক জনের পছন্দ এক এক জন নায়িকাকে (Actress)। মাঝেমধ্যেই আবার বাকবিতণ্ডাতেও জড়িয়ে পড়েন এই নায়িকাদের অনুরাগীরা। সবার মধ্যে সেরা (Best Actress) কে? প্রায়শয়ই এই নিয়ে শুরু হয় চর্চা।

স্টার জলসা (Star Jalsha), জি বাংলার (Zee Bangla) নায়িকারা এখন সত্যিই দর্শকদের ঘরের মেয়ে হয়ে গিয়েছেন। এমনই একজন নায়িকা হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পা রেকেছিলেন তিনি। এরপর ‘প্রথমা কাদম্বিনী’, ‘গাঁটছড়া’ সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন শোলাঙ্কি। সেই সঙ্গেই টলিউড এবং ওয়েব দুনিয়াতেও ডেবিউ করা হয়ে গিয়েছে তাঁর।

Solanki Roy, Solanki Roy best actress, Solanki Roy best actress award

মাস খানেক আগে অবধিও শোলাঙ্কিকে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখেছেন দর্শকরা। সেই সিরিয়ালে নায়িকা খড়ির চরিত্রে অভিনয় করছিলেন তিনি। স্টার জলসার এই ধারাবাহিক ছেড়ে দেওয়ার পরেও অবশ্য দর্শকমহলে অভিনেত্রীর জনপ্রিয়তা একটুও কমেনি। এখনও বাংলা টেলিভিশনের সেরা নায়িকা কিন্তু তিনিই আছেন।

এই মুহূর্তে টেলি দুনিয়ায় প্রচুর জনপ্রিয় অভিনেত্রী রয়েছে। ‘মিঠাই’, ‘অনুরাগের ছোঁয়া’র দীপার জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। তবে সবাইকে টেক্কা দিয়ে সেরার শিরোপা জিতে নিলেন ‘গাঁটছড়া’র খড়ি ওরফে শোলাঙ্কি। সম্প্রতি সম্মানীয় টেলি সিনে অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।

Solanki Roy, Solanki Roy best actress, Solanki Roy best actress award

মিঠাইরানী সেরা অভিনেত্রী না হতে পারলেও, ‘মিঠাই’ ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থ তথা অভিনেতা আদৃত রায় কিন্তু সেরা অভিনেতার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার পর শোলাঙ্কি এবং আদৃতকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ‘মিঠাই’ নায়িকা সৌমিতৃষা সেরা অভিনেত্রী না হওয়ায় কেউ কেউ আবার একটু দুঃখও পেয়েছেন।

খড়ি সেরা অভিনেত্রীর শিরোপা পেলেও টিআরপি তালিকায় ‘গাঁটছড়া’র পারফরম্যান্স কিন্তু একেবারেই ভালো নয়। বিশেষত শোলাঙ্কি সিরিয়াল ছেড়ে দেওয়ার পর এখন যে ট্র্যাক দেখানো হচ্ছে তা একেবারেই ভালোলাগছে না দর্শকদের। সদ্য আবার সিরিয়ালের স্লট পরিবর্তন করা হয়েছে। এবার দেখা যাক, সময় বদলের সঙ্গে ‘গাঁটছড়া’র ভাগ্যও বদলায় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥