• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনেক আগেই হয়েছিল বিয়ে, সংসার শুরুর ৫ মাস যেতেই ‘বোমা’ ফাটালেন রুশা!

Published on:

Roosha Chatterjee Anuranan Roychowdhury Bengali New year celebration

বাংলা টেলিভিশনের অত্যন্ত নামী এক অভিনেত্রী হলেন রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee)। ‘ওগো বধূ সুন্দরী’ থেকে শুরু করে ‘তোমায় আমায় মিলে’ হয়ে ‘শ্রীময়ী’ একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে (Bengali Serial) অভিনয় করেছেন তিনি। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে অগণিত দর্শকের মন জয় করেছেন নায়িকা। যদিও বিয়ের পর অভিনয় দুনিয়াকে বিদায় জানিয়েছেন রুশা। স্বামীর অনুরণন রায় চৌধুরীর (Anuranan Roy Chowdhury) সঙ্গে পাকাপাকিভাবে বিদেশ চলে গিয়েছেন তিনি।

চলতি বছর জানুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েছেন অনুরণন এবং রুশা। বেশ ধুমধাম করে বিয়ে করেছিলেন ‘তোমায় আমায় মিলে’ নায়িকা। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছিল তাঁর বিয়ের ছবি। সেই সঙ্গেই আবার ধেয়ে এসেছিল অনেকের কটাক্ষও। জনপ্রিয় এই টেলি অভিনেত্রীর (Bengali Serial Actress) স্বামীর ‘লুক্স’, উচ্চতা নিয়ে কম কাটাছেঁড়া হয়নি নেটদুনিয়ায়।

Roosha Chatterjee Wedding Photos

‘বেঁটে’ বর বিয়ে করায় রুশাকেও নিশানা করেছিলেন অনেক নেটিজেনরা। বিয়ের পর দেখতে দেখতে ৫ মাস কেটে গেলেও, এখনও মাঝেমধ্যে অনুরণন এবং রুশাকে নেটপাড়ায় ট্রোলিংয়ের মুখে পড়তে হয়। এবার সেই জুটির বিয়ে নিয়েই একটি নতুন তথ্য সামনে এসেছে। ‘তোমায় আমায় মিলে’ নায়িকা জানিয়েছেন, জানুয়ারি মাসে প্রথম নয়, এর আগেও একবার বিয়ে করেছেন তিনি!

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করে নিজের ‘প্রথম বিয়ে’র কথা জানান রুশা। এখন নিশ্চয়ই ভাবছেন অভিনেত্রী প্রথম স্বামী কে ছিলেন? তাহলে বলে রাখি, প্রথম বিয়েটাও অনুরণনের সঙ্গেই করেছিলেন তিনি। সেই বিয়েটা ছিল আইনি বিয়ে। সম্প্রতি রুশা-অনুরণনের রেজিস্ট্রি ম্যারেজের এক বছর পূরণ হয়েছে।

Roosha Chatterjee and Anuranan Roy Chowdhury, Roosha Chatterjee marriage, Roosha Chatterjee husband

আইনি বিয়ের এক বছরটা বেশ ধুমধাম করেই পালন করেছেন রুশা-অনুরণন। রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন দু’জনে। সেখান থেকেই একাধিক খাবারের ছবি সমাজমাধ্যমে শেয়ার করেন নায়িকা। নিজের অথবা স্বামীর সঙ্গে ছবি শেয়ার না করলেও, আইনি বিয়ের বর্ষপূর্তিতে যে জমিয়ে পেটপুজো করেছেন তাঁরা তা রুশার শেয়ার করা ছবি দেখেই স্পষ্ট।


বিয়ের আগে এক নামী সংবাদমাধ্যমের কাছে রুশা জানিয়েছিলেন, অনুরণনকে পছন্দ করেছিলেন তাঁর মা-বাবা। বাড়ির লোকের সূত্র ধরে প্রথম আলাপ হলেও পরে প্রেম হয় দু’জনের। এরপর সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। রুশার স্বামী ওয়াশিংটনের সিয়াটেলে থাকেন। সেখানেই চাকরি করেন অনুরণন। বিয়ের পর অভিনয় কেরিয়ারে ইতি টেনে সেখানেই চলে গিয়েছেন ‘তোমায় আমায় মিলে’  নায়িকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥