বাংলা টেলিভিশন (Television) ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ হলেন অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee) এবং ইপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee)। ‘আলোছায়া’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন দু’জনে। সেখান থেকেই দু’জনের সম্পর্কের সূত্রপাত। কয়েক বছর যেতে না যেতেই আইনি মতে গাঁটছড়া বাঁধেন তাঁরা। গত বছর জানুয়ারি মাসে সকলের সঙ্গে সেই সুখবর ভাগ করে নেন তারকাজুটি।
অর্ণব সেই সময় স্টার জলসার ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের নায়ক অভ্রর চরিত্রে অভিনয় করছেন। অপরদিকে ইপ্সিতা একই চ্যানেলের একাধিক সিরিয়ালে পার্শ্ব চরিত্রে কাজ করছিলেন। শোনা গিয়েছিল, ২০২২ সালের শেষ দিকেই সামাজিক ভাবেও গাঁটছড়া (Marriage) বাঁধবেন ‘আলোছায়া’ খ্যাত এই দুই তারকা। বিয়ের জন্য ডিসেম্বর মাস বেছে নিয়েছিলেন তাঁরা।

কিন্তু হঠাৎই শোনা যায়, মনোমালিন্য হয়েছে অর্ণব-ইপ্সিতার। সেই জন্য সাময়িকভাবে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে। অভিনেতার বিরুদ্ধে তখন পরকীয়ায় লিপ্ত হওয়ার অভিযোগও উঠেছিল। শোনা যাচ্ছিল, সামাজিক বিয়ে নয়, শীঘ্রই ডিভোর্সের পথে হাঁটবেন তাঁরা।
তবে অল্প সময়ের মধ্যেই যাবতীয় ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন অর্ণব-ইপ্সিতা। চলতি বছর মার্চ মাস থেকে ফের একসঙ্গে আছেন দু’জনে। প্রিয় তারকাদের সম্পর্ক ফের জোড়া লাগায় প্রচণ্ড খুশি হয়েছেন অনুরাগীরাও। জামাইষষ্ঠীর দিন ‘আলতা ফড়িং’ অভিনেতাকে পাত পেড়ে খাইয়েছে অভিনেত্রীর পরিবারও।

আইনি বিয়ে তো আগেই হয়ে গিয়েছে, তাহলে সামাজিকভাবে সাত কবে বাঁধা পড়ছেন অর্ণব-ইপ্সিতা? সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন ‘এক্কাদোক্কা’ অভিনেত্রী নিজে। ইপ্সিতা বলেন, ‘আমাদের আইনি বিয়ে তো আগেই হয়ে গিয়েছে। (সামাজিক বিয়ের দিনক্ষণ) এখনও কিছু জানি না। আগের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে নিজেরা পুরো তৈরি হয়ে যাওয়ার পরেই সামাজিক বিয়ের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা কখনও যেন বাড়তি চাপ না হয়ে দাঁড়ায়’।
প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসেই অর্ণব-ইপ্সিতার পরিবারে আগমন হয়েছে নতুন সদস্যের। টেলিপাড়ার এই দুই তারকা এখন ‘পেট প্যারেন্ট’। ছোট্ট বিড়াল চমচমকে নিয়ে এখন সারাক্ষণ ব্যস্ত দু’জনে। পাশাপাশি কাজের চাপ তো রয়েছেই। ‘আলতা ফড়িং’ শেষ হওয়ার পর অর্ণবকে কোনও সিরিয়ালে দেখা যায়নি। তবে ইপ্সিতাকে দেখা যাচ্ছে ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে।














