• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই-জগদ্ধাত্রী ফেল! টলিউড-বলিউড নয়, বিদেশি ছবির নায়িকা হচ্ছেন এই বাঙালি অভিনেত্রী

Updated on:

Bengali serial actress Idhika Paul will be seen with Shakib Khan in Bangladeshi film Priyotoma

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের (Bengali serial actress) কথা উঠলেই দর্শকদের মাথায় সবার প্রথমে মিঠাই, দীপা, জগদ্ধাত্রীর কথাই আসে। সৌমিতৃষা কুণ্ডু, স্বস্তিকা ঘোষ, অঙ্কিতা মল্লিকরা এখন বাংলা টেলি দুনিয়ার প্রথম সারির নায়িকা হয়ে গিয়েছেন। দর্শকমহলে তাঁদের জনপ্রিয়তা দেখার মতো। আর হবে নাই বা কেন, জি বাংলা, স্টার জলসার মতো নামী বিনোদনমূলক চ্যানেলে তাঁদের সিরিয়াল যে রমরমিয়ে চলছে।

তবে বাংলার দর্শকদের মধ্যে যত জনপ্রিয়তাই থাকুক না কেন, এই তিন টেলি অভিনেত্রীদের মধ্যে কেউই এখনও পর্যন্ত বিদেশি ছবিতে (Film) কাজ করতে পারেননি। তবে এই নায়িকারা সুযোগ না পেলেও, সবাইকে পিছনে ফেলে এই নজির স্পর্শ করে ফেলেছে জি বাংলার আর এক নামী নায়িকা। কে সেই অভিনেত্রী জানেন? তিনি আর কেউ নন, ‘পিলু’ ধারাবাহিকের রঞ্জা তথা অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)।

Idhika Paul, Idhika Paul Bangladeshi film, Idhika Paul film, Idhika Paul Priyotoma

জি বাংলার ‘পিলু’ সিরিয়ালে দ্বিতীয় লিড রঞ্জার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন ইধিকা। যদিও সেই সিরিয়াল শেষ হয়েছে বেশ কয়েকমাস হয়ে গেল। এরপর থেকেই দর্শকরা ইধিকার কামব্যাকের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে এল সেই খবর। টলিউড-বলিউড ছেড়ে বিদেশি ছবির নায়িকা হচ্ছেন তিনি।

ওপার বাংলা তথা বাংলাদেশের নামী নায়ক শাকিব খানের (Shakib Khan) আগামী ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে এপার বাংলার ইধিকাকে। ঈদ উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিবের নতুন সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবির। এরপরই প্রকাশ্যে এসেছে অভিনেতার নতুন ছবি ‘প্রিয়তমা’র (Priyotoma) খবর।

Idhika Paul and Shakib Khan, Idhika Paul Bangladeshi film, Idhika Paul film

শাকিবের এই ছবি পরিচালনা করবেন হিমেল আশরাফ। বেশ কিছুদিন ধরেই এই সিনেমা নিয়ে চর্চা চলছিল দর্শকমহলে। এও জানা গিয়েছিল, ‘প্রিয়তমা’য় নায়িকা হিসেবে নতুন নায়িকাকে দেখা যাবে। এরপরই প্রকাশ্যে এল ইধিকার নাম। জন গেল, শাকিবের ছবির নায়িকা হিসেবে দেখা যাবে ‘পিলু’র রঞ্জাকেই। প্রিয় অভিনেত্রীর এত বড় প্রাপ্তিতে স্বাভাবিকভাবেই প্রচণ্ড খুশি হয়েছে ইধিকার অনুরাগীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘পিলু’ সিরিয়ালে দ্বিতীয় লিড ছিল রঞ্জা। তবে একটা সময় নায়িকা পিলুর থেকে তাঁর চরিত্রকেই বেশি গুরুত্ব দিয়ে দেখানো হতো সিরিয়ালে। যদিও এটি তাঁর প্রথম ধারাবাহিক ছিল না। এর আগে ‘রিমলি’ এবং ‘কপালকুণ্ডলা’ সিরিয়ালেও অভিনয় করেছিলেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥