বাংলা সিরিয়ালের (Serial) জগতে এপর্যন্ত বহু সিরিয়াল হয়েছে। তাদের মধ্যে কিছু সিরিয়াল বাঙালিদের মনে দাগ কেটে গিয়েছে, অর্থাৎ সিরিয়াল শেষ হলেও সেই সিরিয়ালের গল্প ও অভিনেতা অভিনেত্রীরা মনে রয়ে গেছেন। এরকমই একটি জনপ্রিয় বাংলা সিরিয়াল হল ‘রাশি’। জী বাংলার এই সিরিয়ালটি একসময় দারুন জনপ্রিয় ছিল। সে সময়ের বাংলা সিরিয়ালগুলির মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিল ‘রাশি’ সিরিয়ালটি। রাশি সিরিয়ালে মূল চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী গীতশ্রী রায় (Geetoshri Roy)।
সিরিয়ালটির জনপ্রিয়তার সাথে সাথে টিআরপির দিক দিয়েও বেশ ভালো ছিল সিরিয়ালটি। সমসাময়িক বাকি সিরিয়ালের তুলনায় বেশ ভালোই ছিল রাশি সিরিয়ালের টিআরপি।
২০১১তে যখন এই সিরিয়াল চলত তখন সন্ধ্যে হলেই বাঙালির ঘরে ঘরে বেজে উঠত রাশির থিম মিউজিক ‘রাশি তার নাম’।
রাশি সিরিয়ালে মূল চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী গীতশ্রী রায়।
সিরিয়ালে এক মেয়ের জীবনের সংঘর্ষ নিয়েই এই গল্প। গল্পে নানান সমস্যার মধ্যে পড়তে হাত রাশিকে। আর সেই সমস্যার সমাধান নিজেই করতে রাশি।
বর্তমানে, সিরিয়াল বা অভিনয় জগতের থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন অভিনেত্রী গীতশ্রী রায়। রাশি সিরিয়ালের পর আর খুব একটা দেখা যায়নি অভিনেত্রীকে টিভির পর্দায়।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন। প্রায়শই নিজের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। ছবিতে কম করে হলেও কয়েক হাজার লাইক তো আসেই।
অভিনয় জগতে না থাকলেও জনপ্রিয়তার জেরে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার পেরিয়েছে সাড়ে ২৬ হাজারেরও বেশি। অভিনেত্রীর ছবি আপলোড হলেই তা দেখার জন্য উৎসুক থাকেন গীতশ্রীর অনুগামীরা।
সোশ্যাল মিডিয়াতে, অভিনেত্রীর ছবিগুলি দেখলে রীতিমত চেনাই দায় হয়ে পড়বে অভিনেত্রীকে। সেদিনের সেই রাশি এখন অভিনয়ের থেকে আলাদা হলেও তার গ্ল্যামার কিন্তু রয়েই গেছে।