• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালের ‘গিনি’ অভিনেত্রী ঐশী ভট্টাচার্য- বয়স, জন্মদিন, প্রেম সহ সম্পূর্ণ বায়োগ্রাফি

জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালের (Bengali Serial) অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র হল ‘গিনি’। যে চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে ঐশী ভট্টাচার্যকে (Aishi Bhattacharya)। সম্পর্কে নায়কের খুড়তুতো বোন হলেও, এই মুহূর্তে ধারাবাহিকের কাহিনী অনেকাংশে তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে। গিনি এবং রূপের ট্র্যাক দর্শকরাও বেশ পছন্দ করছেন।

‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) সিরিয়ালের শুরুর দিকে গিনিকে (Gini) খলচরিত্র হিসেবে দেখানো হচ্ছিল। নায়িকা মেঘকে একেবারেই পছন্দ করতো না সে। তবে এখন পুরোপুরি পাল্টে গিয়েছে গিনি। আর সেই সঙ্গেই দর্শকদের অত্যন্ত পছন্দের পাত্রীও হয়ে উঠেছে। আজকের প্রতিবেদনে পর্দার গিনি তথা ঐশীর ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন সংক্রান্ত একাধিক অজানা তথ্য তুলে ধরা হল।

   

ঐশী ভট্টাচার্য এর উইকি এবং বায়ো (Aishi Bhattacharya Wiki & Bio)

নাম ঐশী ভট্টাচার্য
ডাকনাম ঐশী
জন্মতারিখ জানা যায়নি
বয়স (২০২৩ সালে) জানা যায়নি
পেশা অভিনেত্রী
ধর্ম হিন্দু
বাসস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ

 

ঐশী ভট্টাচার্য এর শারীরিক গঠন (Aishi Bhattacharya Physical Stats)

উচ্চতা (প্রায়) ৫ ফুট
ওজন (প্রায়) ৫৬ কেজি
চোখের মণির রঙ বাদামি কালো
চুলের রঙ কালো

 

ঐশী ভট্টাচার্য এর শিক্ষাগত যোগ্যতা (Aishi Bhattacharya Education)

বিদ্যালয় বড়িশা পূর্ব পাড়া হাই স্কুল
কলেজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
শিক্ষাগত যোগ্যতা স্নাতক

 

ঐশী ভট্টাচার্য এর প্রেমজীবন সহ অন্যান্য তথ্য (Aishi Bhattacharya Relationships & More)

প্রেমিক জানা যায়নি
রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল
বৈবাহিক জীবন অবিবাহিত
বিয়ের তারিখ এখনও বিয়ে হয়নি

 

ঐশী ভট্টাচার্য এর পরিবার (Aishi Bhattacharya Family)

স্বামী এখনও বিয়ে হয়নি
বাবা নাম জানা যায়নি
মা নাম জানা যায়নি
ভাই-বোন জানা যায়নি

 

ঐশী ভট্টাচার্য এর কেরিয়ার (Aishi Bhattacharya Career)

টিভি সিরিয়াল ১. শ্রীময়ী (২০২০)
২. মন ফাগুন (২০২২)
৩. এক্কা দোক্কা (২০২২)
৪. ইচ্ছে পুতুল (২০২৩)
সিনেমা এখনও করেননি
ওয়েব সিরিজ এখনও করেননি

 

ঐশী ভট্টাচার্য এর প্রিয় জিনিস (Aishi Bhattacharya Favourites)

প্রিয় অভিনেতা দেব
প্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই
প্রিয় রঙ লাল, সাদা
প্রিয় খেলা ক্রিকেট
প্রিয় স্ট্রিট ফুড ফুচকা

 

ঐশী ভট্টাচার্য এর সম্বন্ধে কিছু অজানা তথ্য (Unknown Facts About Aishi Bhattacharya)

১. খুব ছোট বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ঐশী।
২. টিভি সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি বেশ কিছু শর্ট ফিল্মেও কাজ করেছেন ঐশী।