• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের ‘মিশকা’ অভিনেত্রী অহনা দত্ত এর বয়স, জন্মদিন, প্রেম সহ সম্পূর্ণ বায়োগ্রাফি

Updated on:

Ahana Dutta Wiki Biography

বাংলা টেলিভিশনের দুনিয়ায় এই মুহূর্তে রাজত্ব করছে একটি মাত্র সিরিয়াল, তা হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। চলতি সপ্তাহে সূর্য-দীপার মেগার (Bengali Serial) টিআরপি (TRP) কিছুটা কমলেও দর্শকমহলে জনপ্রিয়তা একই আছে। একাধিকবার বেঙ্গল টপার হওয়া এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত, স্বস্তিকা ঘোষ এবং অহনা দত্ত (Ahona Dutta)। দর্শকদের কাছে এখন তাঁদের পরিচিতি অবশ্য সূর্য, দীপা, মিশকা নামেই বেশি।

‘অনুরাগের ছোঁয়া’র হাত ধরেই ছোটপর্দায় ডেবিউ করেছেন মিশকা (Mishka) অভিনেত্রী অহনা। আর প্রথম সিরিয়ালেই নিজের হাড়জ্বালানো অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। সুন্দরী এই খলনায়িকার প্রেমে হাবুডুবু খান বহু পুরুষ। আজকের প্রতিবেদনে সেই অহনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সম্বন্ধেই একাধিক অজানা তথ্য (Unknown Facts) তুলে ধরা হল।

অহনা দত্ত এর উইকি এবং বায়ো (Ahona Dutta Wiki & Bio)

নামঅহনা দত্ত
ডাকনামমিঠাই
জন্মতারিখ১১ জুন ২০০৩
বয়স২০ বছর
পেশাঅভিনেত্রী, নৃত্যশিল্পী
ধর্মহিন্দু
বাসস্থানকলকাতা, পশ্চিমবঙ্গ

অহনা দত্ত এর শারীরিক গঠন (Ahona Dutta Physical Stats)

উচ্চতা (প্রায়)৫ ফুট ১ ইঞ্চি
ওজন (প্রায়)৫৪ কেজি
চোখের মণির রঙকালো
চুলের রঙকালো

অহনা দত্ত এর শিক্ষাগত যোগ্যতা (Ahona Dutta Education)

স্কুলঅক্সিলিয়াম কনভেন্ট স্কুল
কলেজজানা যায়নি
বিশ্ববিদ্যালয়জানা যায়নি
শিক্ষাগত যোগ্যতাজানা যায়নি

অহনা দত্ত এর প্রেমজীবন সহ অন্যান্য তথ্য (Ahona Dutta Relationships & More)

প্রেমিকদীপঙ্কর রায়
রিলেশনশিপ স্ট্যাটাসসম্পর্কে আছেন
বৈবাহিক জীবনঅবিবাহিত
বিয়ের তারিখএখনও বিয়ে হয়নি

অহনা দত্ত এর পরিবার (Ahona Dutta Family)

স্বামীএখনও বিয়ে হয়নি
বাবানাম জানা যায়নি
মাচাঁদনি গাঙ্গুলী
ভাই-বোনজানা যায়নি

অহনা দত্ত এর কেরিয়ার (Ahona Dutta Career)

টিভি সিরিয়ালঅনুরাগের ছোঁয়া
সিনেমাএখনও করেননি
ওয়েব সিরিজএখনও করেননি

অহনা দত্ত এর প্রিয় জিনিস (Ahona Dutta Favourites)

প্রিয় অভিনেতাশাহরুখ খান
প্রিয় অভিনেত্রীদীপিকা পাড়ুকোন
প্রিয় রঙসাদা
প্রিয় খেলাক্রিকেট
প্রিয় স্ট্রিট ফুডমোমো

অহনা দত্ত সম্পর্কে কিছু অজানা তথ্য (Unknown Facts About Ahona Dutta)

১. অভিনেত্রী হিসেবে ডেবিউ করার আগে অহনা মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন।
২. জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ সিজন ১১-এ অংশগ্রহণ করেছিলেন অহনা।
৩. রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ১’এ অংশগ্রহণ করেছিলেন অহনা।
৪. তুখোড় অভিনেত্রী হওয়ার পাশাপাশি অহনা একজন দক্ষ নৃত্যশিল্পী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥