বাংলা সিরিয়ালের নায়ক-নায়িকা (Bengali Serial Actors) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের এবং কাছের। সেই জন্য বাংলার কোনও টেলি তারকা যদি জাতীয় স্তরে (Hindi Serial) কাজের সুযোগ পান, তাহলে গর্বে বুক ভরে যায় আপামর বাঙালির। আজকের প্রতিবেদনে বাংলা টেলিভিশনের এমন ৫ তারকার নাম তুলে ধরা হল যারা হিন্দি সিরিয়ালে কাজ করে জাতীয় স্তরে বাংলাকে গর্বিত করেছেন। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক, সেই তারকাদের নামের তালিকা।
শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)- বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্বেতা। ‘যমুনা ঢাকি’, ‘সোহাগ জল’ সহ একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। সেই শ্বেতাই জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘জয় কানহাইয়া লাল কি’তে নায়িকার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন।
অদ্রিজা রায় (Adrija Roy)- বাংলা টেলি দুনিয়ার আর এক জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজার নামও তালিকায় রয়েছে। শুধুমাত্র বাংলা টেলিভিশনই নয়, বাংলা সিনেমাতেও কাজ করেছেন অদ্রিজা। সেই নায়িকাই মাস দুয়েক আগে অবধি জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘দুর্গা অউর চারু’তে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন।
ক্রুশল আহুজা (Krushal Ahuja)- ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ক্রুশল। সুদর্শন এই অভিনেতা বাংলার পাশাপাশি ইতিমধ্যেই হিন্দি ধারাবাহিকেও কাজ করে ফেলেছেন। জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘রিশ্তো কা মাঞ্ঝা’য় নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ক্রুশল।
টিনা দত্ত (Tina Datta)- ‘বিগ বস’ খ্যাত টিনা দত্তের নামও তালিকায় রয়েছে। কেরিয়ারের শুরুতে ‘দুর্গা’ সহ একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছিলেন টিনা। এরপর হিন্দি ধারাবাহিকে ‘উত্তরণ’এ নায়িকার চরিত্রে অভিনয় করার পরেই খুলে যায় তাঁর ভাগ্য। আর পিছন ফিরে দেখতে হয়নি এই বঙ্গ তনয়াকে।
মিশমি দাস (Mishmee Das)- একাধিক বাংলা সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন মিশমি দাস। এখন ‘খেলনা বাড়ি’ সিরিয়ালে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন তিনি।
সেই মিশমিও কিন্তু ইতিমধ্যেই হিন্দি ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন। ‘রিশ্তো কা মাঞ্ঝা’, ‘ডায়েন’এর মতো হিন্দি সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা।