• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে! সত্যিই প্রেমিক-প্রেমিকা বাংলা সিরিয়ালের এই ১০ তারকা

Published on:

Bengali Serial Stars who got into love relationship in real life too

বাংলা সিরিয়ালে (Bengali serial) এমন অনেক তারকা রয়েছেন যাদের রসায়ন দর্শকদের দারুণ পছন্দের। অনেকের ক্ষেত্রে আবার দর্শকরা আন্দাজ করেন যে তাঁরা হয়তো সত্যি সত্যিই প্রেম করছেন। সাধারণত সেই জল্পনা সত্যি না হলেও, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় পর্দার প্রেম বাস্তবেও গড়িয়েছে। আজকের প্রতিবেদনে বাংলা সিরিয়ালের এমন ১০ তারকার (Celebrities) নাম তুলে ধরা হল যারা বাস্তবে প্রেম করছেন।

অভিষেক বসু এবং সুরভি মল্লিক (Abhishek Bose and Surabhi Mallick)- বাংলা টেলিভিশনের জনপ্রিয় দুই শিল্পী অভিষেক এবন সুরভি বাস্তবে সম্পর্কে রয়েছেন। ‘নেতাজী’, ‘গঙ্গারাম’ ধারাবাহিকের পর এখন ‘আলতা ফড়িং’য়ে অর্জুনের চরিত্রে অভিনয় করছেন অভিষেক। অপরদিকে সুরভিকে দেখা যাচ্ছে ‘হরগৌরী পাইস হোটেল’এ। শোনা যায়, ‘গঙ্গারাম’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

Abhishek Bose and Surabhi Mallick

জন ভট্টাচার্য এবং সঞ্জনা ব্যানার্জি (John Bhattacharya and Sanjana Banerjee)- ‘মিঠাই’ ধারাবাহিকের ওমি আগরওয়াল বাস্তবে প্রেম করছেন সঞ্জনার সঙ্গে। যদিও মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল, ‘রিমলি’ ধারাবাহিকের নায়িকা ইধিকা পালের সঙ্গে প্রেম করছেন জন। যদিও সেই খবর যে নেহাতই গুঞ্জন ছিল তা পরবর্তী সময়ে প্রমাণিত হয়ে যায়।

John Bhattacharya and Sanjana Banerjee

শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস (Shweta Bhattacharya and Rubel Das)- ‘যমুনা ঢাকি’ জুটি শ্বেতা-রুবেলের নামও তালিকায় রয়েছে। কয়েকমাস আগেই প্রেমের গুঞ্জনে শিলমোহর দিয়েছেন দু’জনে। শোনা যায়, সিরিয়ালে কাজ করতে গিয়েই প্রথমে বন্ধুত্ব। এরপর তাঁদের পরিবারের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এখন চুটিয়ে প্রেম করছেন শ্বেতা-রুবেল।

Shweta Bhattacharya and Rubel Das

অনামিকা চক্রবর্তী এবং উদয় প্রতাপ সিং (Anamika Chakraborty and Uday Pratap Singh) – বাংলা টেলিভিশন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন অনামিকা এবং উদয়। ‘এখানে আকাশ নীল’ থেকে শুরু করে ‘উড়ন তুবড়ি’ বহু সিরিয়ালে অভিনয় করেছেন অনামিকা। অপরদিকে উদয় কাজ করছেন ‘মিঠাই’ এবং ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে। শোনা যায়, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা।

Anamika Chakraborty and Uday Pratap Singh

গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার (Gourab Chatterjee and Devlina Kumar)- বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়ক তথা ‘গাঁটছড়া’র ঋদ্ধির নামও এই তালিকায় রয়েছে। গৌরবের স্ত্রী দেবলীনাও বাংলা টেলি দুনিয়ার পরিচিত মুখ।

Gourab Chatterjee and Devlina Kumar

গৌরবকে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখছেন দর্শকরা। অপরদিকে তাঁর স্ত্রী দেবলীনা কয়েকদিন আগে অবধিও ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥