• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘নিম ফুলের মধু’ সিরিয়ালের ‘সৃজন’ অভিনেতা রুবেল দাস এর বয়স, জন্মদিন, প্রেম সহ সম্পূর্ণ বায়োগ্রাফি

Updated on:

Rubel Das,Bengali serial actor,Actor,Bengali serial,Wiki,Bio,Unknown facts,Neem Phooler Madhu,Srijan,রুবেল দাস,বাংলা সিরিয়ালের অভিনেতা,অভিনেতা,বাংলা সিরিয়াল,উইকি,বায়ো,নিম ফুলের মধু,সৃজন,Rubel Das wiki bio,Rubel Das unknown facts,Entertainment,Entertainment news,Bangla khobor,রুবেল দাসের উইকি বায়ো,রুবেল দাসের অজানা তথ্য,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

পরকীয়া-কুটকচালি ছেড়ে হাতেগোনা কয়েকটা বাংলা ধারাবাহিকই এই মুহূর্তে ভিন্ন স্বাদের গল্প দেখাচ্ছে। এর মধ্যে অন্যতম হল জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। একান্নবর্তী দত্ত পরিবারের কাহিনী দেখতে সেই জন্য ভীষণ পছন্দ করেন দর্শকরা। টিআরপি তালিকাতেও তাই প্রত্যেক সপ্তাহে ছক্কা হাঁকাচ্ছে সৃজন, পর্ণার মেগা।

‘নিম ফুলের মধু’ সিরিয়ালে (Bengali Serial) মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস (Rubel Das) এবং পল্লবী শর্মা। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁদের পরিচিতি এখন সৃজন-পর্ণা নামেই বেশি। চর্চিত এই মেগায় একজন বাধ্য ছেলের চরিত্রে দেখা যাচ্ছে রুবেলকে। বিয়ের পরেও পুরোপুরি মায়ের আঁচল ছেড়ে বেরোতে পারেনি বাবু ওরফে সৃজন (Srijan)

একদিকে মা, অন্যদিকে বৌ- দু’দিকে সামাল দিতে দিতে তাই হাল বেহাল হয়ে যাচ্ছে তার। আজকের প্রতিবেদনে পর্দার সৃজন তথা রুবেলের সম্বন্ধেই একাধিক অজানা তথ্য তুলে ধরা হল।

রুবেল দাস এর  উইকি এবং বায়ো (Rubel Das Wiki & Bio)

নামরুবেল দাস
ডাকনামসূর্য
জন্মতারিখ৫ সেপ্টেম্বর ১৯৯০
বয়স (২০২৩ সালে)৩৩
পেশাঅভিনেতা
ধর্মহিন্দু
বাসস্থানবারাসাত, পশ্চিমবঙ্গ

রুবেল দাস এর শারীরিক গঠন (Rubel Das Physical Stats)

উচ্চতা (সম্ভবত)৬ ফুট ১ ইঞ্চি
ওজন (সম্ভবত)৭৬ কেজি
চোখের মণির রঙগাঢ় বাদামি
চুলের রঙকালো

রুবেল দাস এর শিক্ষাগত যোগ্যতা (Rubel Das Education)

বিদ্যালয়বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল
কলেজআচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ
বিশ্ববিদ্যালয়জানা যায়নি
শিক্ষাগত যোগ্যতাস্নাতক

রুবেল দাস এর প্রেমজীবন সহ অন্যান্য তথ্য (Rubel Das Relationships & More)

প্রেমিকাশ্বেতা ভট্টাচার্য
প্রাক্তন প্রেমিকাজানা যায়নি
বৈবাহিক জীবনএখনও বিয়ে হয়নি
বিয়ের তারিখএখনও বিয়ে হয়নি

রুবেল দাস এর পরিবার (Rubel Das Family)

স্ত্রীএখনও বিয়ে হয়নি
বাবাজানা যায়নি
মাকৃষ্ণা দাস
ভাই-বোনজানা যায়নি

রুবেল দাস এর কেরিয়ার (Rubel Das Career)

টিভি সিরিয়াল১. ভানুমতীর খেল (২০১৮)
২. ঠাকুমার ঝুলি (২০১৯)
৩. বাঘ বন্দি খেলা (২০২০)
৪. যমুনা ঢাকি (২০২০)
৫. নিম ফুলের মধু (২০২২)
সিনেমা১. বেপরোয়া (২০১৬)
২. তুই আমার রানী (২০১৯)
৩. বাঞ্ছারামের বাগানবাড়ি (২০১৯)
ওয়েব সিরিজএখনও করেননি

রুবেল দাস এর প্রিয় জিনিস (Rubel Das Favourites)

প্রিয় অভিনেতাঋত্বিক রোশন
প্রিয় অভিনেত্রীদীপিকা পাড়ুকোন
প্রিয় রঙনীল
প্রিয় খেলাক্রিকেট
প্রিয় স্ট্রিট ফুডমোমো

রুবেল দাস-এর বিষয়ে কিছু অজানা তথ্য (Unknown Facts About Rubel Das)

১. ২০২১ সালে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের জন্য ‘সোনার সংসার’ অ্যাওয়ার্ডে ‘সেরা স্বামী’র পুরস্কার পেয়েছিলেন রুবেল।
২. ২০২৩ সালে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের জন্য ‘সোনার সংসার’ অ্যাওয়ার্ডে ‘সেরা ছেলে’র পুরস্কার পেয়েছেন রুবেল।
৩. দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি রুবেল খুব ভালো ডান্সারও। তিনি কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন। 
৪. রুবেল সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত ‘দাদাগিরি’তে অংশগ্রহণ করেছিলেন।
৫. রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ১’এও দেখা গিয়েছে রুবেলকে।
৬. ২০২৩ সালের ১৯ জুলাই ‘নিম ফুলের মধু’র শ্যুটিং সেটে দুর্ঘটনার সম্মুখীন হন রুবেল। যে কারণে অভিনেতার দু’পায়ের গোড়ালি ভেঙে গিয়েছিল।  

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥