• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের ‘ভিকি’ অভিনেতা নীল ভট্টাচার্য- বয়স, জন্মদিন, প্রেম সহ সম্পূর্ণ বায়োগ্রাফি

Updated on:

Bengali serial actor Neel Bhattacharya wiki bio unknown facts

‘ঠিক যেন লাভস্টোরি’ ধারাবাহিকের হাত ধরে শুরু হয়েছিল কেরিয়ার। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি নীল ভট্টাচার্যকে (Neel Bhattacharya)। চকোলেট বয় ইমেজের এই হিরো খুব কম সময়ের মধ্যেই স্থান করে নেন দর্শকমনে। এরপর ‘কৃষ্ণকলি’, ‘বাংলা মিডিয়াম’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা।

বাংলা টেলিভিশনের প্রথম সারির নায়কদের (Bengali Serial Actor) মধ্যে একজন হলেন নীল। অনেকেই হয়তো জানেন না, ছোটপর্দার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকাতেও ওপরের দিকেই রয়েছে তাঁর নাম। আজকের প্রতিবেদনে সেই নীলের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সম্বন্ধিত একাধিক অজানা তথ্যই তুলে ধরা হল।

নীল ভট্টাচার্য এর উইকি এবং বায়ো (Neel Bhattacharya Wiki & Bio)

নামনীল ভট্টাচার্য
ডাকনামনীল
জন্মতারিখ৮ জুন ১৯৯০
বয়স (২০২৩ সালে)৩৩
পেশাঅভিনেতা, মডেল, ইনফ্লুয়েন্সার
ধর্মহিন্দু
বাসস্থানকলকাতা, পশ্চিমবঙ্গ

 

নীল ভট্টাচার্য-এর শারীরিক গঠন (Neel Bhattacharya Physical Stats)

উচ্চতা (প্রায়)৫ ফুট ৭ ইঞ্চি
ওজন (প্রায়)৬১ কেজি
চোখের মণির রঙগাঢ় বাদামি
চুলের রঙকালো

 

নীল ভট্টাচার্য-এর শিক্ষাগত যোগ্যতা (Neel Bhattacharya Education)

বিদ্যালয়সাউথ পয়েন্ট হাই স্কুল
কলেজ১. সেন্ট জেভিয়ার্স কলেজ
২. ইনস্টিটিউ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট
বিশ্ববিদ্যালয়জানা যায়নি
শিক্ষাগত যোগ্যতামাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন

 

নীল ভট্টাচার্য-এর প্রেমজীবন সহ অন্যান্য তথ্য (Neel Bhattacharya Relationships & More)

প্রেমিকাজানা যায়নি
প্রাক্তন প্রেমিকাজানা যায়নি
বৈবাহিক জীবনবিবাহিত
বিয়ের তারিখ৪ ফেব্রুয়ারি ২০২১

 

নীল ভট্টাচার্য-এর পরিবার (Neel Bhattacharya Family)

স্ত্রীতৃণা সাহা
বাবাউদয় কুমার ভট্টাচার্য
মারোজি ভট্টাচার্য
ভাই-বোনজানা যায়নি

 

নীল ভট্টাচার্য-এর কেরিয়ার (Neel Bhattacharya Career)

টিভি সিরিয়াল১. ঠিক যেন লাভ স্টোরি (২০১৪)
২. স্ত্রী (২০১৬)
৩. কৃষ্ণকলি (২০১৮)
৪. উমা (২০২১)
৫. বাংলা মিডিয়াম (২০২২)
সিনেমা১. পাঁচ অধ্যায় (২০১২)
২. চিত্রা (২০১৫)
৩. সেলফির ফাঁদে (২০১৬)
৪. দরিয়া (২০১৮)
৫. লক্ষ্য (২০২০)
ওয়েব সিরিজএখনও করেননি

 

নীল ভট্টাচার্য-এর প্রিয় জিনিস (Neel Bhattacharya Favourites)

প্রিয় অভিনেতাশাহরুখ খান
প্রিয় অভিনেত্রীঐশ্বর্য রাই
প্রিয় রঙসাদা
প্রিয় খেলাফুটবল
প্রিয় স্ট্রিট ফুডফুচকা

নীল ভট্টাচার্য এর সম্বন্ধে কিছু অজানা তথ্য (Unknown Facts About Koushik Roy)

  • ২০১৫ সালে ষ্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস এর মঞ্চে বেস্ট কাপল ক্যাটেগরিতে নোমিনেটেড হয়েছিলেন। 
  • ২০১৯ সালে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস পেয়েছেন সেরা জুটি হিসাবে। 
  • ২০১৯ সালে শ্যামা প্রাসাদ বঙ্গীয় সন্মান পেয়েছেন সেরা জুটি হিসাবে। 
  • ২০২০ সালে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা ছেলে হয়েছেন। 
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥