• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বালিঝড়’ সিরিয়ালের ‘মহার্ঘ্য’ অভিনেতা কৌশিক রায়- বয়স, জন্মদিন, প্রেম সহ সম্পূর্ণ বায়োগ্রাফি

Updated on:

Bengali serial actor Koushik Roy wiki bio unknown facts

নিয়মিত বাংলা সিরিয়াল দেখেন অথচ কৌশিক রায়কে (Koushik Roy) চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন কৌশিক। একাধিক হিট সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা। কখনও ‘বাবিন’, কখনও আবার ‘মহার্ঘ্য’ রূপে হাজির হয়েছেন দর্শকদের সামনে।

কৌশিক এমন একজন অভিনেতা (Bengali Serial Actor) যিনি নায়ক-খলনায়ক দু’ধরণের চরিত্রেই সমান দক্ষ। ‘খড়কুটো’, ‘বালিঝড়’ সিরিয়ালে যেমন তাঁকে নায়ক রূপে দেখেছেন দর্শকরা। তেমনই ‘বোঝেনা সে বোঝেনা’, ‘ফাগুন বউ’ ধারাবাহিকে খলনায়কের চরিত্রে তাক লাগিয়েছেন তিনি। আজকের প্রতিবেদনে সেই কৌশিকের সম্বন্ধেই একাধিক অজানা তথ্য (Unknown Facts) আপনার সামনে তুলে ধরা হল।

কৌশিক রায়এর উইকি এবং বায়ো (Koushik Roy Wiki & Bio)

নামকৌশিক রায়
ডাকনামবাবিন
জন্মতারিখ২৯ জানুয়ারি ১৯৯২
বয়স (২০২৩ সালে)৩১
পেশাঅভিনেতা
ধর্মহিন্দু
বাসস্থানকলকাতা, পশ্চিমবঙ্গ

 

কৌশিক রায় এর শারীরিক গঠন (Koushik Roy Physical Stats)

উচ্চতা (প্রায়)৫ ফুট ৮ ইঞ্চি
ওজন (প্রায়)৭২ কেজি
চোখের মণির রঙকালো
চুলের রঙকালো

 

কৌশিক রায় এর শিক্ষাগত যোগ্যতা (Koushik Roy Education)

বিদ্যালয়জানা যায়নি
কলেজজানা যায়নি
বিশ্ববিদ্যালয়জানা যায়নি
শিক্ষাগত যোগ্যতাস্নাতক

 

কৌশিক রায় এর প্রেমজীবন সহ অন্যান্য তথ্য (Koushik Roy Relationships & More)

প্রেমিকাজানা যায়নি
প্রাক্তন প্রেমিকাজানা যায়নি
বৈবাহিক জীবনবিবাহিত
বিয়ের তারিখজানা যায়নি

 

কৌশিক রায় এর পরিবার (Koushik Roy Family)

স্ত্রীপর্শিয়া রায়
সন্তানমৈথিলী (মেয়ে)
বাবানাম জানা যায়নি
মানাম জানা যায়নি

 

কৌশিক রায় এর কেরিয়ার (Koushik Roy Career)

টিভি সিরিয়াল১. জোশ (২০১১)
২. বধূ কোন আলো লাগলো চোখে (২০১২)
৩. বোঝেনা সে বোঝেনা (২০১৩)
৪. ইষ্টি কুটুম (২০১৪)
৫. পুণ্যি পুকুর (২০১৫)
৬. কুসুম দোলা (২০১৮)
৭. ফাগুন বউ (২০১৮)
৮. খড়কুটো (২০২০)
৯. বালিঝড় (২০২৩)
১০. আলোর কোলে (২০২৩)
সিনেমা১. প্রলয় (২০১৩)
২. গয়নার বাক্স (২০১৩)
৩. তিন পাত্তি (২০১৪)
৪. দ্য থার্ড আই (২০১৫)
৫. অন্য বসন্ত (২০১৫)
৬. একলা চলো (২০১৫)
৭. মাটি (২০১৮)
৮. ভাগশেষ (২০১৮)
৯. WMT 9615 (২০১৯)
১০. ফ্লাইওভার (২০২১)
১১. ধর্মযুদ্ধ (২০২২)
ওয়েব সিরিজ১. তারানাথ তান্ত্রিক (২০১৯)
২. বোধন (২০২২)

 

কৌশিক রায় এর প্রিয় জিনিস (Koushik Roy Favourites)

প্রিয় অভিনেতাইরফান খান
প্রিয় অভিনেত্রীবিদ্যা বালান
প্রিয় রঙসাদা
প্রিয় খেলাক্রিকেট
প্রিয় স্ট্রিট ফুডফুচকা

 

কৌশিক রায় এর সম্বন্ধে কিছু অজানা তথ্য (Unknown Facts About Koushik Roy)

১. কৌশিকের জন্ম এবং বেড়ে ওঠা বহরমপুরে।
২. ‘জোশ’র হাত ধরে টেলিভিশন কেরিয়ার শুরু কৌশিকের। এখনও পর্যন্ত ১০টি ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন তিনি।
৩. ‘প্রলয়’র হাত ধরে টলিউডে পা রাখেন কৌশিক। এখনও অবধি ১০টির বেশি ছবিতে কাজ করে ফেলেছেন তিনি।
৪. ‘তারানাথ তান্ত্রিক’র হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রাখেন কৌশিক।
৫. ২০১৫ সালে ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের জন্য টেলি সম্মান পুরস্কার (সেরা খলনায়ক) জিতেছিলেন কৌশিক।
৬. ২০১৯ সালে ‘ফাগুন বউ’ ধারাবাহিকের জন্য টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (সেরা খলনায়ক) ভূষিত হয়েছিলেন কৌশিক।
৭. ২০২২ সালে কৌশিক ‘খড়কুটো’ ধারাবাহিকের জন্য টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (সেরা জুটি) বিভাগে জয়ী হয়েছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥