• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ‘অর্জুন’ অভিনেতা অর্জুন চক্রবর্তী – বয়স, জন্মদিন, প্রেম সহ সম্পূর্ণ বায়োগ্রাফি

Updated on:

Bengali serial actor Arjun Chakraborty wiki bio unknown facts

বর্তমানে টলিউডের একাধিক অভিনেতা বাংলা সিরিয়ালে অভিনয় করছেন। সেই তালিকার নবতম সংযোজন হলেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। সদ্য স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে এন্ট্রি হয়েছে তাঁর। ডক্টর অর্জুনের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ইতিমধ্যেই দীপার সঙ্গে তাঁর রসায়ন নজর কেড়েছে দর্শকদের।

গত কয়েক বছর ধরে টলিউডে (Tollywood) কাজ করলেও, অর্জুনের কেরিয়ারের শুরুটা কিন্তু টেলিভিশনের হাত ধরেই। ‘গানের ওপারে’, ‘জামাই রাজা’ সহ একাধিক হিট সিরিয়াল রয়েছে তাঁর ঝুলিতে। মাঝখানে কয়েক বছর ছোটপর্দা থেকে দূরে থাকার পর ফের ‘অনুরাগের ছোঁয়া’র হাত ধরে কামব্যাক করলেন তিনি। আজকের প্রতিবেদনে অর্জুনের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সম্পর্কিত একাধিক অজানা তথ্য তুলে ধরা হল।

অর্জুন চক্রবর্তী এর উইকি এবং বায়ো (Arjun Chakraborty Wiki & Bio)

নামঅর্জুন চক্রবর্তী
ডাকনামঋষি
জন্মতারিখ৫ মার্চ ১৯৯০
বয়স (২০২৩ সালে)৩৩
পেশাঅভিনেতা
ধর্মহিন্দু
বাসস্থানকলকাতা, পশ্চিমবঙ্গ

 

অর্জুন চক্রবর্তী এর শারীরিক গঠন (Arjun Chakraborty Physical Stats)

উচ্চতা (প্রায়)৫ ফুট ১০ ইঞ্চি
ওজন (প্রায়)  ৭৫ কেজি
চোখের মণির রঙকালো
চুলের রঙকালো

 

অর্জুন চক্রবর্তী এর শিক্ষাগত যোগ্যতা (Arjun Chakraborty Education)

বিদ্যালয়অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল
কলেজসেন্ট জেভিয়ার্স কলেজ
বিশ্ববিদ্যালয়জানা যায়নি
শিক্ষাগত যোগ্যতাস্নাতক

 

অর্জুন চক্রবর্তী এর প্রেমজীবন সহ অন্যান্য তথ্য (Arjun Chakraborty Relationships & More)

প্রেমিকাজানা যায়নি
প্রাক্তন প্রেমিকাজানা যায়নি
বৈবাহিক জীবনবিবাহিত
বিয়ের তারিখজানা যায়নি

 

অর্জুন চক্রবর্তী এর পরিবার (Arjun Chakraborty Family)

স্ত্রীসৃজা সেন
বাবাসব্যসাচী চক্রবর্তী
মামিঠু চক্রবর্তী
ভাই-বোনগৌরব চক্রবর্তী (দাদা)

 

অর্জুন চক্রবর্তী এর কেরিয়ার (Arjun Chakraborty Career)

টিভি সিরিয়াল১. গানের ওপারে (২০১০)
২. ব্যোমকেশ- টিভি সিরিজ (২০১৫)
৩. জামাই রাজা (২০১৭-১৮)
সিনেমা১. বাপি বাড়ি যা
২. যদি লাভ দিলে না প্রাণে
৩. চিরদিনই তুমি যে আমার ২ (২০১৪)
৪. বঙ্কু বাবু (২০১৪)
৫. জানলা দিয়ে বউ পালালো (২০১৪)
৬. কখন তোমার আসবে টেলিফোন (২০১৪)
৭. আসছে বছর আবার হবে (২০১৫)
৮. অটো নম্বর ৯৬৯৬ (২০১৫)
৯. বাওয়াল (২০১৫)
১০. পিঙ্ক (২০১৬)
১১. ওয়ান (২০১৭)
১২. কিছু না বলা কথা (২০১৭)
১৩. মাছের ঝোল (২০১৭)
১৪. রঙবেরঙের কড়ি (২০১৮)
১৫. গুপ্তধনের সন্ধানে (২০১৮)
১৬. ক্রিসক্রস (২০১৮)
১৭. ব্যোমকেশ গোত্র (২০১৮)
১৮. তুষাগ্নি (২০১৯)
১৯. ফাইনালি ভালোবাসা (২০১৯)
২০. দুর্গেশগড়ের গুপ্তধন (২০১৯)
২১. লাভ আজকাল পরশু (২০২০)
২২. সাহেবের কাটলেট (২০২০)
২৩. অভিযাত্রিক (২০২১)
২৪. এক্স=প্রেম (২০২২)
২৫. কর্ণসুবর্ণের গুপ্তধন (২০২২)
২৬. খেলা যখন (২০২২)
২৭. মিথ্যে প্রেমের গান (২০২৩)
ওয়েব সিরিজ১. দ্য নাইটওয়াচম্যান (২০১৯)
২. বন্য প্রেমের গল্প সিজন ২ (২০২০)
৩. মার্ডার ইন দ্য হিলস (২০২১)
৪. ব্যোমকেশ সিজন ৭ (২০২১)
৫. মুক্তি (২০২২)
৬. মহাভারত মার্ডারস (২০২২)
৭. মার্ডার বাই দ্য সি (২০২২)
৮. হোমস্টে মার্ডারস (২০২৩)
৯. রাজনীতি (২০২৩)

অর্জুন চক্রবর্তী এর সম্বন্ধে কিছু অজানা তথ্য (Unknown Facts About Arjun Chakraborty)

১. সিনেমা, সিরিয়ালের পাশাপাশি অর্জুন থিয়েটারের জগতের পরিচিত মুখ
২. ২০১১ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকের জন্য অর্জুন স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ‘আগামী দিনের স্টার’ পুরস্কারে ভূষিত হতেছিলেন।
৩. অর্জুন নিজের কেরিয়ারে ২টি ফিল্মফেয়ার পুরস্কার (ইস্ট) জিতেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥