• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মিঠাই’ সিরিয়ালের ‘উচ্ছেবাবু’ অভিনেতা আদৃত রায়- বয়স, জন্মদিন, প্রেম সহ সম্পূর্ণ বায়োগ্রাফি

জি বাংলার ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকটি শেষ হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল। তবু এখনও দর্শকরা মিঠাইরানী-উচ্ছেবাবুদের ভুলতে পারেনি। এই ধারাবাহিকে অভিনয় করে সিরিয়ালপ্রেমী দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন সৌমিতৃষা কুণ্ডু এবং আদৃত রায় (Adrit Roy)। পর্দায় তাঁদের দুষ্টু-মিষ্টি প্রেম কাহিনী দেখতে ভীষণ পছন্দ করতেন দর্শকরা।

‘মিঠাই’ শেষের পর ফের বড়পর্দার (Tollywood) কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ছোটপর্দার ‘উচ্ছেবাবু’ তথা আদৃত। জোরকদমে চলছে অভিনেতার আসন্ন ছবির কাজ। ‘মিঠাই’র ব্লকবাস্টার সাফল্যের পর আবারো টলিপাড়ার কাজে মনোনিবেশ করেছেন আদৃত। আজ চলুন অভিনেতার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সম্বন্ধিত কিছু অজানা তথ্য (Unknown Facts) জেনে নেওয়া যাক।

   

আদৃত রায় এর উইকি এবং বায়ো (Adrit Roy Wiki & Bio)

নাম আদৃত রায়
ডাকনাম আদৃত
জন্মতারিখ ২৫ মে ১৯৯২
বয়স (২০২৩ সালে) ৩১
পেশা অভিনেতা
ধর্ম হিন্দু
বাসস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ

আদৃত রায় এর শারীরিক গঠন (Adrit Roy Physical Stats)

উচ্চতা (প্রায়) ৫ ফুট ৯ ইঞ্চি
ওজন জানা যায়নি
চোখের মণির রঙ বাদামি
চুলের রঙ কালো

আদৃত রায় এর শিক্ষাগত যোগ্যতা (Adrit Roy Education)

বিদ্যালয় লা মার্টিনিয়ার কলকাতা
কলেজ জানা যায়নি
বিশ্ববিদ্যালয় জানা যায়নি
শিক্ষাগত যোগ্যতা জানা যায়নি

আদৃত রায় এর প্রেমজীবন সহ অন্যান্য তথ্য (Adrit Roy Relationships & More)

প্রেমিকা জানা যায়নি
প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া মণ্ডল
বৈবাহিক জীবন অবিবাহিত
বিয়ের তারিখ এখনও বিয়ে হয়নি

আদৃত রায় এর পরিবার (Adrit Roy Family)

স্ত্রী এখনও বিয়ে হয়নি
বাবা নাম জানা যায়নি
মা নাম জানা যায়নি
ভাই-বোন জানা যায়নি

 

আদৃত রায় এর কেরিয়ার (Adrit Roy Career)

টিভি সিরিয়াল মিঠাই
সিনেমা ১. নূর জাহান (২০১৮)
২. প্রেম আমার ২ (২০১৮)
৩. পাসওয়ার্ড (২০১৯)
৪. পরিণীতা (২০১৯)
৫. আমি দিদি নম্বর ১ (২০২০)
৬. লকডাউন (২০২১)
ওয়েব সিরিজ এখনও করেননি

 

আদৃত রায় এর সম্বন্ধে কিছু অজানা তথ্য (Unknown Facts About Adrit Roy)

১. দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি আদৃত খুব সুন্দর গানও করেন। আদৃতের একটি ব্যান্ডও আছে।  
২. ছোটবেলা থেকেই থিয়েটার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি ঝোঁক ছিল আদৃতের।
৩. সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত ‘দাদাগিরি’তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন আদৃত।
৪. রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ১’এও আদৃত খেলতে গিয়েছিলেন।
৫. ২০২২ সালে ‘মিঠাই’র জন্য টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন আদৃত।
৬. জীবনের কয়েকটা বছর মুম্বইয়ে কাটিয়েছেন আদৃত। সেই সময় বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতার ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন তিনি।