বাংলা সিরিয়ালের তারকা (Bengali Serial Actor) মানেই দর্শকদের মনের খুব কাছের। রোজ টেলিভিশনের পর্দায় তাঁদের দেখতে দেখতে ঘরের সদস্যের মতোই ভালোবেসে ফেলেন দর্শকরা। তবে আপনি কি জানেন, বাংলা টেলিভিশনে এমন অনেক তারকা রয়েছেন যারা নিজের কেরিয়ার শুরু করেছিল নায়ক-নায়িকা (Lead Actor) হিসেবে। অথচ আজ পার্শ্বচরিত্রে (Side Role) অভিনয় করছেন। এক ঝলকে দেখে নিন বাংলা সিরিয়ালের এমন ৭ তারকার নাম।
লাভলি মৈত্র (Lovely Maitra)- স্টার জলসার ‘জল নূপুর’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন লাভলি। তবে গত কয়েক বছরে তাঁকে বেশ কয়েকটি বাংলা সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। মাস খানেক আগে অবধি ‘গুড্ডি’ সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। এর আগে ‘মোহর’ ধারাবাহিকে সাইড রোলে দেখা গিয়েছিল লাভলিকে।
শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharjee)- স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে নায়িকা খড়ি দিদি দ্যুতির চরিত্রে অভিনয় করছেন শ্রীমা। স্টার জলসার এই সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও, কেরিয়ারের শুরুতে ‘জামাই রাজা’ সিরিয়ালে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সেই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অর্জুন চক্রবর্তী।
শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)- বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন শ্রীতমা ভট্টাচার্য। কেরিয়ারের শুরুটা নায়িকা হিসেবে করেছিলেন শ্রীতমা। ‘মা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। তবে এখন পার্শ্বচরিত্রেই দেখা মেলে তাঁর।
ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee)- টেলি অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়ের কেরিয়ার শুরু হয়েছিল খুব কম বয়সে। ‘সুবর্ণলতা’ সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘কেয়া পাতার নৌকা’ ধারাবাহিকে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। তবে এখন ঈপ্সিতাকে পার্শ্বচরিত্রেই দেখা যায়। ‘বালিঝড়’, ‘ধুলোকণা’য় সাইড রোলে অভিনয় করার পর এখন ‘এক্কাদোক্কা’য় নায়িকার বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি।
অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)- ‘গাঁটছড়া’র দ্যুতির মতো রাহুলও কিন্তু কেরিয়ারের শুরুটা নায়ক হিসেবেই করেছিলেন। ‘মা’ ধারাবাহিকের নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তবে এখন ‘গাঁটছড়া’য় নায়ক ঋদ্ধিমানের পিসতুতো ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।
দেবোত্তম মজুমদার (Debottam Majumdar)- ‘কেয়া পাতার নৌকা’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন দেবোত্তম। তাঁর চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছিল। তবে এখন সেই অভিনেতাকেই পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায়। ‘খড়কুটো’, ‘ধুলোকণা’, ‘গুড্ডি’র সহ বহু সিরিয়ালে সাইড রোলে অভিনয় করছেন তিনি।
ইন্দ্রাশিস রায় (Indrasish Roy)- তালিকার শেষ নামটি হল ইন্দ্রাশিস রায়ের। বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন তিনি। স্টার জলসার ‘ধুলোকণা’ সিরিয়ালে নায়ক লালনের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
এছাড়াও বহু সিরিয়ালে নায়ক হিসেবে দেখা মিলেছে তাঁর। তবে ইন্দ্রাশিসকে ‘বালিঝড়’ সিরিয়ালে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল। সেই ধারাবাহিকের নায়ক ছিলেন কৌশিক রায়।