• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জিদ্দা বাংলা সাহিত্য পড়ুন! প্রকাশ্যে ‘চেঙ্গিজ’ নিয়ে জিৎকে খোঁচা বাঙালি প্রযোজকের

বাংলা সিনেমার (Bengali Cinema) পাশে থাকার কথা সবাই বলছেন ঠিকই, কিন্তু সিনেমা মুক্তি পাওয়ার পরেই ইন্ডাস্ট্রির ভিতরের ছবিটা দেখা যাচ্ছে একেবারে অন্যরকম। এই যেমন ইদেই মুক্তি পেয়েছে বাংলার সুপারস্টার জিৎ (Jeet) অভিনীত সিনেমা ‘চেঙ্গিজ’ (Chengiz)। এই প্রথম কোনো সিনেমা বাংলার পাশাপাশি একইদিনে হিন্দি ভাষাতেও মুক্তি পেয়েছে গোটা দেশে। যা নিঃসন্দেহে প্রশংসনীয়।

কিন্তু এরই মাঝে ভুললে চলবে না ইন্ডাস্ট্রির অন্দরেই আজও এমন কিছু লোকজন বিদ্যমান যাদের চিমটি কাটার কিংবা অন্যকে খোঁচা দেওয়ার স্বভাবটা কিন্তু আজও বিদ্যমান। ইতিপূর্বে অনির্বাণ ভট্টাচার্যকে টার্গেট করার পর সম্প্রতি টলিউডের এমনই একজন প্রযোজক এবার চুলচেরা বিশ্লেষণে নেমেছেন সুপারস্টার জিৎ মদনানির ‘চেঙ্গিজ’ সিনেমা নিয়ে।

   

Jeet Chengis

আর কেউ নন তিনি হলেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। এদিন সরাসরি জিৎ-কে কাঠগড়ায় তুলে সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল ফেলে দিয়েছেন তিনি। প্রসঙ্গত বক্সঅফিস রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই ৪ কোটির ওপর ব্যবসা করে ফেলেছে চেঙ্গিজ। তবে তা একেবারেই মানতে পারছেন না টলিউড প্রযোজক রানা।

তাই এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘চেঙ্গিজ’ প্রথম সপ্তাহে ১.৫ কোটি বক্সঅফিস কালেকশন করতে পারলো না। আবারও বলছি, আমাকে ভুল প্রমান করতে প্রোডাকশন হাউস অফিসিয়াল স্টেটমেন্ট দিক। বাকি যারা বেশি কালেকশন হয়েছে বলছে বিভিন্ন সূত্রে তার কোনো সত্যতা নেই। আর আমাকে গালাগাল দিয়ে সত্যিটা আটকানো যাবে না।”

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,জিৎ,Jeet,চেঙ্গিজ,Chengiz,রানা সরকার,Rana Sarkar,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

এখানেই শেষ নয়, এরপরেই আরও একটি ফেসবুক পোস্টে তিনি সরকারি জিৎকে খোঁচা দিয়ে লিখেছেন, “আরে ভাই, দর্শক যদি সিনেমা হলে না যায় তাহলে এই ‘কানা সরকার’-এর কী দোষ? সুপারস্টার, দাদা থেকে কাকু হয়ে গেলেন, এখনও বুঝলেন না বাংলার দর্শক কোন সিনেমা দেখবে আর কোনটা দেখবে না? বাংলা সাহিত্য পড়ুন জিদ্দা, অনেক আইডিয়া পাবেন।”

প্রসঙ্গত এটাই কিন্তু প্রথম নয়। জিতের আগেও টলিউডের অন্যান্য অভিনেতাদেড় নিয়েও নানাভাবে কটাক্ষ করতে দেখা গিয়েছে রানা সরকারককে। ইতিপূর্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু  অনির্বাণ ভট্টাচার্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারাও তাঁর কটাক্ষের হাত থেকে রক্ষা পায়নি।

site