আর মাত্র হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা। এরপরই সারা বিশ্বের বাঙালিরা মেতে উঠবেন দুর্গা পুজোর (Durga Puja) আনন্দে। আর এই ফেস্টিভ মুডেই দর্শকদের হলমুখী করে তুলতে উদ্যোগী হয়েছেন টলিউডের একাধিক নির্মাতা। সেই কারণে পুজোতেই দর্শকদের মনে রাজ করতে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা সিনেমা। আজকের প্রতিবেদনে পুজোয় মুক্তি পেতে চলা বাংলা সিনেমাগুলির (Bengali movies) নাম তুলে ধরা হল।
কাছের মানুষ (Kacher Manush)- জীবন-মৃত্যুর গল্প নিয়ে পর্দায় আসছে ‘কাছের মানুষ’। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। মুখ্য চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং ঈশা সাহা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। পুজোর পঞ্চমীর দিন অর্থাৎ আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত এই ছবি।
বৌদি ক্যান্টিন (Boudi Canteen)- শ্যাডো ফিল্মস প্রযোজিত এই সিনেমা পরিচালনা করেছেন নামী অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। মুখ্য চরিত্রে পরমের সঙ্গে রয়েছে টলি সুন্দরী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এক মধ্যবিত্ত পরিবারের বৌয়ের জীবনের ওঠাপড়া এবং স্বপ্নপূরণের গল্প বলবে এই সিনেমা। পরম, শুভশ্রী ছাড়াও এই ছবিতে দেখা যাবে অনুসূয়া মজুমদার এবং সোহম চক্রবর্তীকেও। আগামী ৩০ সেপ্টেম্বর বড়পর্দায় আসছে ‘বৌদি ক্যান্টিন’।
কর্ণসুবর্ণের গুপ্তধন (Karnasubarner Guptodhon)- রহস্যপ্রেমী যে সকল বাঙালি দর্শক রয়েছেন, তাঁরা আগেই জেনে গিয়েছিলেন ফের পর্দায় ফিরতে চলেছেন সোনা দা। সঙ্গে রয়েছে আবীর এবং ঝিনুকও। এবার কর্ণসুবর্ণের এক গৌরবময় অধ্যায়ের গল্প নিয়ে আসছেন আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী এবং ঈশা সাহা। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর।
বিজয়া দশমী (Bijoya Dashami)- এবার পুজোয় পঞ্চমীর দিনই ‘বিজয়া দশমী’র আঁচ পেতে চলেছেন দর্শকরা। শৌভিক দে পরিচালিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত, অনন্দ্য বন্দ্যোপাধ্যায়, আরিয়ান ভৌমিক। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবি প্রযোজনা করেছে দৃষ্টি এন্টারটেইনমেন্ট। একঝাঁক নতুন মুখ নিয়ে এবার পুজোয় দর্শকদের চমক দিতে আসছে ‘বিজয়া দশমী’।
জানিয়ে রাখা প্রয়োজন, একাধিক বাংলা সিনেমার পাশাপাশি পুজোর মধ্যেই মুক্তি পাচ্ছে মণি রত্নমের ৫০০ কোটির ‘পোন্নিয়িন সেলভান ১’ এবং ঋত্বিক রোশন, সইফ আলি খান অভিনীত ‘বিক্রম বেধা’। সব মিলিয়ে এবারের পুজো যে সিনেপ্রেমী মানুষদের জন্য একেবারে জমজমাট হতে চলেছে তা একেবারে নিশ্চিত।