• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাতারাতি ন্যাড়া সুপুরুষ নায়কেরা! রইল উচ্ছেবাবু থেকে টুকাইবাবু সহ ৫ তারকার ভাইরাল ছবির অ্যালবাম

Published on:

Bengali Mega Serial Actors Fan made Bald look photos viral on social media

বাঙালি দর্শকদের কাছে সিরিয়াল (Bengali Serial) যে শুধু বিনোদন তা কিন্তু একেবারেই না! দিনের কিছুটা সময় পছন্দের তারকাদের দেখতে অভ্যস্ত হওয়ার পাশাপাশি তাঁরা ঘরেরই একজন হয়ে ওঠে। তাই তো প্রিয় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে হামেশাই চর্চা লেগে থেকে। সেটা মিঠাই সিরিয়ালের উচ্ছেবাবু, কিংবা এই পথ যদি না শেষ হয় এর টুকাই বাবু হোক বা অন্য কেউ।

(১/৭) অনেকেই সিরিয়ালের নায়কদের ছবি শেয়ার করেন, যা দেখে ক্রাশ খেতে বাধ্য হয় অনেকেই! কিন্তু একি কান্ড? রাতারাতি নেটপাড়ায় ভাইরাল হয়ে পড়েছে টেলিভিশনের জনপ্রিয় সিরিয়ালের নায়কদের টাক মাথার ছবি (Viral Bald Look of Serial Actors)! হ্যাঁ ঠিকই দেখছেন, ফেসবুকের এক সিরিয়ালের গরূপে অ্যাঞ্জেল ঐশী নামের এক প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে এই এডিট করা ছবি গুলি।

Bengali Serial Actors funny Bald Look viral photos

(২/৭) ঘনকালো চুল থেকে একেবারে ন্যাড়া মাথায় হাজির অনেকেই। দেখেই বোঝা যাচ্ছে সব কটা ছবিই এডিট করে তৈরী তবে ভাইরাল এই ছবিগুলিকে ঘিরে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

বাংলা সিরিয়াল,মিঠাই,ভাইরাল ছবি,সিরিয়ালের ফ্যানগ্রূপ,Viral Photos of Serial Actors,Ucchebabu,Tukaibabu,Ei Path Jodi Na Sesh Hoi,Neel Bhattacharya,Adrit Roy,Writhik Mukherjee,Fahim Mirza,Funny Bald Looks of Serial actors

(৩/৭) এই যেমন মিঠাই সিরিয়ালের উচ্ছেবাবু অভিনেতা আদৃত রায়। গোটা বাংলার ক্রাশের তালিকা তৈরী হলে অনায়াসেই প্রথম কয়েকজনের মধ্যে নাম থাকবে আদৃতের। কিন্তু তাবলে এভাবে রাতারাতি অভিনেতাকে ন্যাড়া লুকে দেখতে পাবেন হয়তো ভাবতেও পারেননি কেউ।

বাংলা সিরিয়াল,মিঠাই,ভাইরাল ছবি,সিরিয়ালের ফ্যানগ্রূপ,Viral Photos of Serial Actors,Ucchebabu,Tukaibabu,Ei Path Jodi Na Sesh Hoi,Neel Bhattacharya,Adrit Roy,Writhik Mukherjee,Fahim Mirza,Funny Bald Looks of Serial actors

(৪/৭) মিঠাই সিরিয়ালেরই আরেক জনপ্রিয় চরিত্র রুদ্র দা। রুদ্রদা এর চরিত্রে অভিনয় করছেন ফাহিম মির্জা। তাকেও ন্যাড়ামাথা লুকে দেখা গিয়েছে। ভাইরাল ছবিতে লাল জামা আর কালো প্যান্ট পরে দেখা যাচ্ছে অভিনেতাকে।

Uma Serial Abhi Neel Bhattacharya bald look

(৫/৭) এরপর তালিকায় রয়েছে কৃষকলি থেকে উমা খ্যাত অভিনেতা নীল ভট্টাচার্য। হলুদ রঙের ব্লেজার পরে দেখা যাচ্ছে অভিনেতাকে। তবে একগাল দাড়ি থাকলেও সুন্দর চুলের কিছুই নেই মাথায়!

বাংলা সিরিয়াল,মিঠাই,ভাইরাল ছবি,সিরিয়ালের ফ্যানগ্রূপ,Viral Photos of Serial Actors,Ucchebabu,Tukaibabu,Ei Path Jodi Na Sesh Hoi,Neel Bhattacharya,Adrit Roy,Writhik Mukherjee,Fahim Mirza,Funny Bald Looks of Serial actors

আরও পড়ুনঃ ‘জবা’ আসতেই চিন্তায় মিঠাই ভক্তরা! ভাইরাল প্রোমোর পর রইল ‘নিম ফুলের মধু’ সম্ভাব্য টাইম স্লট

(৬/৭) আমাদের এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের নায়ক সাত্যকি। সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী। ভাইরাল ছবির তালিকায় বাদ পড়েননি তিনিও। তাকেও চকচকে টাক মাথায় দেখা গিয়েছে বাকি নায়কদের সাথে।

Dibyojyoti Dutta

(৭/৭) একসময় ‘দেশের মাটি’ সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে অভিনয় করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। তবে এভাবে প্রিয় অভিনেতাকে দেখে কেউ যেমন হেসে ফেলেছে তেমনি অনেকেই আবার রেগেও গিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥