• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেশের মাটিতে উজ্বল বাংলার মুখ! সাউথের সিনেমায় বাঙালি কন্যার হাতের ছোঁয়ায় জীবন্ত আনন্দমঠ 

বাংলা থেকে মনি মানিক্য তুলে নিয়ে এবার সাউথের ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করছেন সেখানকার পরিচালকরা। প্রসঙ্গত বঙ্কিমচন্দ্রের (Bankim Chandra) ১২৮ তম মৃত্যুবার্ষিকীতে জানা গিয়েছিল তাঁর কালজয়ী সৃষ্টি ‘আনন্দমঠ’ (Anandamath) উপন্যাস নিয়েই তৈরী হতে চলেছে সাউথের অন্যতম বিগ বাজেটের সিনেমা। আর তার কয়েক মাসের মধ্যেই প্রকাশ্যে এলো আসন্ন সিনেমার প্রথম পোস্টার।

যা প্রকাশ্যে আসা মাত্রই সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। বলিউড থেকে টলিউড সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘আনন্দমঠ’ উপন্যাস ঘিরে তৈরি সিনেমার পোস্টার। যার নাম দেওয়া হয়েছে ‘১৭৭০’। এই সিনেমার সাথে রয়েছে বাহুবলি যোগ। না আর তবে এই সিনেমা সাউথের ‘হিট মেশিন’ এস এস রাজামৌলি (SS Rajamouli) বানাচ্ছেন না। তবে এই ‘মাস্টারপিস’ সিনেমাটি রাজামৌলি নিজে না বানালেও বানাচ্ছেন তার সহকারি আশ্বিন গঙ্গারাজু।

   

আনন্দমঠ,Anandamath,বঙ্কিমচন্দ্র,Bankim Chandra,এস এস রাজামৌলি,SS Rajamouli,একতা ভট্টাচার্য,Ekta Bhattacharjee,পোস্টার ডিজাইন,Poster Design

বিগ বাজেটের এই ছবির স্ক্রিপ্ট লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনি হলেন সাউথের জনপ্রিয় পরিচালক এস এস রাজা মৌলির বাবা। ইতিপূর্বে তার হাতেই লেখা হয়েছে ‘বাহুবলি’ এবং ‘মাগাধীরা’র মতো ব্লকবাস্টার হিট সব সিনেমার স্ক্রিপ্ট। শুধু তাই নয়, এই সিনেমার সাথে বিশেষভাবে জড়িয়ে রয়েছে বাংলার নাম। শুধুমাত্র বঙ্কিমচন্দ্রের উপন্যাস কিংবা সিনেমার প্রেক্ষাপট বাংলা বলেই নয়। এই সিনেমার যে পোস্টারটি গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে সেটিও বানিয়েছেন একজন বাঙালি কন্যা।

তিনি হলেন একতা ভট্টাচার্য (Ekta Bhattacharjee)। এতদিন বাংলার সব জনপ্রিয় সিনেমার পোস্টের বানিয়েছেন কলকাতার মেয়ে একতা। এছাড়াও এই ‘১৭৭০’ সিনেমার সৃজন এবং সৃষ্টি নেপথ্যে রয়েছেন আরো এক বাঙালি পরিচালক রামকমল মুখোপাধ্যায়। জানা যাচ্ছে বাংলা ভাষাতেও ডাবিং করা হবে বিগ বাজেটের এই সিনেমা। বঙ্কিমচন্দ্রের ১৫০তম বর্ষপূর্তিতে গোটা দেশবাসীকেই এই সিনেমা উপহার দিতে চলেছেন পরিচালক।

আনন্দমঠ,Anandamath,বঙ্কিমচন্দ্র,Bankim Chandra,এস এস রাজামৌলি,SS Rajamouli,একতা ভট্টাচার্য,Ekta Bhattacharjee,পোস্টার ডিজাইন,Poster Design

প্রথমবার সাউথের এমন একটা বিগ বাজেটের সিনেমার সাথে যুক্ত হতে পেরে দারুন খুশি একতা। নিজের সেই  অভিজ্ঞতার কথাই সম্প্রতি টিভি নাইন বাংলায় জানিয়েছিলেন শিল্পী একতা ভট্টাচার্য। পোস্টার ডিজাইনার একতার কথায় সমস্তটাই সিনেমার নির্মাতারা তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন তিনি শুধু কাঠামোটাই তুলে ধরেছেন রং তুলির মধ্য দিয়ে।এছাড়া মোশান পোস্টারে যে গেরুয়াবসনধারী সুঠাম পুরুষকে দেখা যাচ্ছে তাকে কেমন দেখতে হবে সেটাও নাকি বলে দেওয়া হয়েছিল তাকে।

তো স্বাভাবিক ভাবেই আগের থেকে এখন  অনেক বেশি দায়িত্ব বেড়েছে একতার কাঁধে। সেইসাথে একতা জানিয়েছেন দক্ষিণ ভারতের প্রজেক্টে এই প্রথম কাজ করে দারুণ ভাল লেগেছে তার। সেই সাথে শিল্পীর আরও সংযোজন ‘তার উপর ‘বন্দেমাতরম’, ‘আনন্দমঠ’-এর ১৫০ বছরের পূর্তিতে এরকম একটা কাজ করতে পারলাম দেখেই খুব ভাল লাগছে’।