• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালের হাত ধরেই শুরু পথচলা, আজ টলিউডের অভিনেত্রী এই ৫ নায়িকারা

Published on:

bengali actress who started carrier with serial now tollywood celebrity Ritabhari Chakraborty Madhumita Sarcar Oindrila Sen Mimi Chakraborty

বাঙালিদের বিনোদন বলতে সবার আগে নাম আসে টলিউডের। আর টলিউডের পাশাপাশি বাংলা সিরিয়াল প্রতিদিনের বিনোদনের ভরপুর যোগান দেয়। অনেকেই ছোট থেকে বড়মাপের অভিনেত্রী হয়ে টলিউডে কাজ  করার স্বপ্ন দেখে। কারো পূরণ হয় তো অনেকেরই হয় না।

তবে এমন কিছু বাঙালি অভিনেত্রী (Bengali Actress) আছে যারা সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করলেও টলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন ইতিমধ্যেই। আজ সেই সমস্ত অভিনেত্রীদের কথাই জানাবো বংট্রেন্ডের পেজে। একসময়ের প্রিয় সিরিয়ালে যাদের মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকত বাড়ির বাকিরা। সেই সিরিয়ালের নায়িকারাই আজ টলিউডের সিনেমায় মন জয় করছে দর্শকদের।

১. মধুমিতা সরকার (Madhumita Sarcar)

মধুমিতা সরকার,ঋতাভরী চক্রবর্তী,ঐন্দ্রিলা সেন,দিতিপ্রিয়া রায়,মানালি দে,মিমি চক্রবর্তী,অনন্যা চ্যাটার্জী,বৌ কথা কও,বোঝে না সে বোঝে না,বাংলা সিরিয়াল,বাঙালি অভিনেত্রী,Madhumita Sarcar,Ritabhari Chakraborty,Oindrila Sen,Ditipriya Roy,Manali Dey,Mimi Chakraborty,Ananya Chatterjee,Bengali Serial,Tollywood Actress

একসময় বোঝে না সে বোঝে না সিরিয়ালের হাত ধরে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সিরিয়ালের পাখি ঘোষ দস্তিদার চরিত্র সকলের মুখে মুখে ঘুরত। সেই অভিনেত্রী আজ টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। ইতিমধ্যেই একাধিক ছবি করে ফেলেছে যেমন – ট্যাংরা ব্লুস, চিনি, লাভ আজ কাল পরশু ইত্যাদি।

২. ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)

Ritabhari Chakraorty ঋতাভরী চক্রবর্তী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন ঋতাভরী চক্রবর্তী। রূপে গুণে একেবারে সরস্বতী অভিনেত্রী, যেমন দুর্দান্ত অভিনয়ের দক্ষতা তেমনি রয়েছে গানের গলা। ওগো বধূ সুন্দরী সিরিয়াল দিয়ে শুরু হয়েছিল অভিনয় যাত্রা, তবে বর্তমানে টলিউড অভিনেত্রী হিসাবেই পরিচিত তিনি। ব্রম্ভা জানে গোপন কম্মোটি ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন ঋতাভরী।

৩. মানালি দে (Manali Dey)

Manali Dey Smile

মূলত সিরিয়ালের হাত ধরেই অভিনয়ে এসেছিলেন অভিনেত্রী মানালি দে। এমনকি বর্তমানে ষ্টার জলসার ধুলোকণা সিরিয়ালে দেখা যাচ্ছে তাকে। বৌ কথা কউ সিরিয়াল দিয়ে পথচলা শুরু হয়েছিল অভিনেত্রীর বর্তমানে টেলিভিশনের পাশাপাশি সিনেমাতেও দেখা মেলে তার।

৪. দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)

দিতিপ্রিয়া রায় Ditipriya Roy Rani Rashmoni রাণী রাসমণি

সিরিয়ালপ্রেমী বাঙালির অতন্ত্য প্রিয় সিরিয়াল রানী রাসমণি। সিরিয়ালে রানীমার ভূমিকায় অভিনয় করে সকলের মন কেড়ে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তবে সিরিয়ালে  দুর্দান্ত অভিনয়ের জেরে ইতিমধ্যেই টলিউড থেকে শুরু করে বলিউডের পর্যন্ত অফার পেয়ে গিযেছেন দিতিপ্রিয়া।

৫. ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)

মধুমিতা সরকার,ঋতাভরী চক্রবর্তী,ঐন্দ্রিলা সেন,দিতিপ্রিয়া রায়,মানালি দে,মিমি চক্রবর্তী,অনন্যা চ্যাটার্জী,বৌ কথা কও,বোঝে না সে বোঝে না,বাংলা সিরিয়াল,বাঙালি অভিনেত্রী,Madhumita Sarcar,Ritabhari Chakraborty,Oindrila Sen,Ditipriya Roy,Manali Dey,Mimi Chakraborty,Ananya Chatterjee,Bengali Serial,Tollywood Actress

বর্তমানে টলিউডের অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। একসময় মন ফাগুন সিরিয়ালে ঐন্দ্রিলার অভিনয় মন কেড়েছিল সকলের। সেই থেকেই শুরু হয়  যাত্রা, বর্তমানে টলিউডে নিজের পরিচিতি গড়ে তুলেছেন অভিনেত্রী।

৬. মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)

মধুমিতা সরকার,ঋতাভরী চক্রবর্তী,ঐন্দ্রিলা সেন,দিতিপ্রিয়া রায়,মানালি দে,মিমি চক্রবর্তী,অনন্যা চ্যাটার্জী,বৌ কথা কও,বোঝে না সে বোঝে না,বাংলা সিরিয়াল,বাঙালি অভিনেত্রী,Madhumita Sarcar,Ritabhari Chakraborty,Oindrila Sen,Ditipriya Roy,Manali Dey,Mimi Chakraborty,Ananya Chatterjee,Bengali Serial,Tollywood Actress

টলিউডের প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তী। বর্তমানে তাকে  সিনেমার অভিনেত্রী হিসাবে চিনলেও মিমির কোরিয়ারের শুরুটা হয়েছিল সিরিয়ালের হাত ধরেই। গানের ওপারে নামের এক সিরিয়াল দিয়েই অভিনয় যাত্রা শুরু হয়েছিল মিমি চক্রবর্তীর।

৭. অনন্যা চ্যাটার্জী (Ananya Chatterjee)

মধুমিতা সরকার,ঋতাভরী চক্রবর্তী,ঐন্দ্রিলা সেন,দিতিপ্রিয়া রায়,মানালি দে,মিমি চক্রবর্তী,অনন্যা চ্যাটার্জী,বৌ কথা কও,বোঝে না সে বোঝে না,বাংলা সিরিয়াল,বাঙালি অভিনেত্রী,Madhumita Sarcar,Ritabhari Chakraborty,Oindrila Sen,Ditipriya Roy,Manali Dey,Mimi Chakraborty,Ananya Chatterjee,Bengali Serial,Tollywood Actress

সিরিয়াল থেকে সিনেমা সবটাই যার আয়ত্তে এমন একজন দক্ষ অভিনেত্রী হলেন অনন্যা চ্যাটার্জী। সুবর্ণলতা, বধূ কোন আলো লাগলো চোখে, জয় কালী কালকাত্তাওয়ালী সিরিয়ালে দুর্দান্ত অভিনয় করেছেন অভিনেত্রী। তেমনি মহামায়া, ভালো মেয়ে খারাপ মেয়ে, আবহমান ইত্যাদি ছবিতেও নিজের অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥