বাঙালি অভিনেত্রী রিয়া সেন (Riya Sen)। কোচবিহারের মেয়ে রিয়া ৯০ এর দশকে ‘বিষকন্যা’ ছবি দিয়ে বলিউডের অভিনয় জগতে পা রাখেন। এরপর একেরপর এক বাংলা ও হিন্দি ছবি করেছেন অভিনেত্রী। তবে বর্তমানে খুব একটা অভিনয় করতে দেখতে পাওয় যায় না অভিনেত্রীকে।
রুপোলি পর্দার থেকে খানিকটা দূরেই আছেন অভিনেত্রী। তবে, মডেলিং ও ফটোশুট চালিয়ে যাচ্ছেন রিয়া সেন। জানা যাচ্ছে বেশ কিছু ওয়েব সিরিজেও নাকি কাজ শুরু করেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় রিয়া, প্রায় ১৪ লক্ষের কাছাকাছি অনুগামী রয়েছে রিয়ার। সেখানে মাঝে মধ্যেই নিজের ফটোশুটের ছবি শেয়ার করেন। শেয়ার করা ছবির বেশিরভাগ ছবিতেই উষ্ণ অবতারে হাজির হন রিয়া।
মারকাটারি ফিগার নিয়ে স্বল্প পোশাকে বোল্ড লুকস একেবারে আলাদা মাত্রা এনে দেয় ছবিতে।
অভিনেত্রী গত ২৪শে জানুয়ারি ৪০ বছরে পা দিয়েছেন। কিন্তু অভিনেত্রীর উষ্ণ অবতারের ছবি প্রমাণ করে দেয় যে বয়স তো শুধু সংখ্যা মাত্র। বয়স দিয়ে সৌন্দর্য মাপা যায় না।
যত দিন যাচ্ছে ততই যেন আরো হট অবতারে ধরা দিচ্ছেন অভিনেত্রী। তার প্রতিটি ছবিই সোশ্যাল মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার হওয়া মাত্রই লক্ষ লক্ষ লাইক চলে আসছে। যা দেহে অভিনেত্রীর জনপ্রিয়তা সম্পর্কে জানাই যায়।
এবছর জিনের জন্মদিনেও বোল্ড লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। যা দেখে রীতিমত চক্ষু চড়ক গাছ হবার জোগাড় হয়েছিল নেটিজেনদের।