বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ঋত্বিকা সেন (Rittika Sen)। খুব ছোট থেকেইঅভিনয় জগতে হাতেখড়ি তার। সেই সুবাদেই টলিপাড়ায় অবাধ যাতায়াত তার। তাই বয়স অল্প হলেও অভিনয়ের অভিজ্ঞতা নেহাত কম নয়। ইতিমধ্যেই ঋত্বিকা অভিনয় করে ফেলেছেন প্রসেনজিৎ, দেব, এবং জিৎ-এর মতো টলিউডের তাবড় সুপারস্টারদের সাথে।
টলিউড ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে এক দশক পার করে ফেলেছেন ঋত্বিকা। ২০১২ সালে জিৎ কোয়েলের ১০০% লাভ সিনেমায় সোনিয়া হয়েই বড়পর্দায় ডেবিউ করেছিলেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ঋত্বিকাকে। বাংলার দর্শকদের একের পর এক উপহার দিয়েছেন সুপারহিট সব সিনেমা। তালিকায় রয়েছে ‘রাজা রানী রাজি’, ‘বরবাদ’, ‘আরশি নগর’-এর মতো একাধিক সিনেমা।
আজ অর্থাৎ ৫ ডিসেম্বর জন্মদিন অভিনেত্রীর। আজকের দিনে ঋত্বিকা পা দিয়েছেন ২২বছরে। জন্মদিনে ফুল অন পার্টি মুডে ছিলেন তিনি। সেই ছবিই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে ঋত্বিকা সাউথের সিনেমায় চুটিয়ে অভিনয় করলেও দেখা যাচ্ছে না বাংলা সিনেমায়।দু’বছর আগেই দাগালতি সিনেমা দিয়ে সাউথের সিনেমায় ডেবিউ করেছিলেন তিনি।
কিন্তু এই কয়েক বছরেই কি বাংলা সিনেমা থেকে একেবারেই হারিয়ে গেলেন ঋত্বিকা? এপ্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন ‘আমি চুটিয়ে তামিল, তেলুগু ছবিতে কাজ করছি। আর যাঁরা বলছেন হারিয়ে গিয়েছি, তাঁরাই বলুন আমি যে ধরনের ছবিতে কাজ করি তেমন ছবি আর হচ্ছে কোথায়?’
সেইসাথে ঋত্বিকা সন্দেহ প্রকাশ করেছেন এখনকার বাংলা সিনেমার মূলধারার অভিনেত্রীরাও নাকি খুব বেশি ছবি পাচ্ছেন না! তাছাড়া তিনি সাফ জানিয়েছেন তিনি কোনো ছবির শো পিস হয়ে থাকতে চান না।ঋত্বিকার কথায় ‘যে সব অভিনেত্রী আমায় তাদের প্রতিযোগী মনে করেন, আমার থেকে প্রায় ১১ বছরের বড়, তাঁরাও তো কম কাজ করছেন। ভাল কাজ পেলে অবশ্যই করব’। ঋত্বিকা ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন বিজয় সেতুপতির সঙ্গে। যদিও সেই সিনেমা এখনও মুক্তি পায়নি।