বাঙালি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার টলিউডে বেশ জনপ্রিয়। চিরদিনই তুমি যে আমার ছবি দিয়ে প্রথম বাংলা সিনেমার জগতে পা রাখেন প্রিয়াঙ্কা। জীবনের প্রথম ছবিই সুপার হিট। এর পর থেকে আর কোনো দিন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। হেমলক সোসাইটি (Hemlock Soceity), আরশি নগর(Arshinagar ), ককপিট (Cockpit), কবির (Kabir), ক্রিস ক্রস (Criss Cross), বিবাহ অভিযানের (Bibaho Ovijaan) মত একের পর এক বাংলা ছবিতে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী।
বর্তমানে অভিনেত্রী প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়, মাঝে মধ্যেই নিজের ছবি বা ভিডিও আপলোড করে শেয়ার করেন ভক্তদের সাথে। সম্প্রতি অভিনেত্রী একটি ছবি শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়াতে। যা শেয়ার করার পর থেকেই তাকে কটাক্ষের মুখোমুখি হতে হচ্ছে। আসলে অভিনেত্রী একটি ব্রান্ডের জন্য প্রমোশন করতে ওই ছবিটি শেয়ার করেছিলেন। তবে নেটিজেনদের বেশিরভাগই ছবিটিকে ভালো নজরে দেখেননি। যার ফলে পোস্ট হওয়া মাত্রই কটাক্ষ ও গালাগালি শুরু হয় পোস্টটিতে।
https://www.instagram.com/p/CGT_NxQDlco/
আসলে প্রিয়াঙ্কা যে ছবিটি ছেড়েছেন তাতে দেখা যাচ্ছে তিনি কোনো এক বান্ধবীর স্বাস্থ্যে হাসি মজা করছেন, সাথে রয়েছে একটি মদের বোতল ও চাট। যা দেখেই বেজায় আগুন নেটিজেনরা। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, জীবনে কিছু জিনিস আমায় খুব খুশি করে দেয় তাদের মধ্যে একটি হল বন্ধুদের সাথে দেখা। কাজের জন্য আমাদের দুজনকে আলাদা আলাদা শহরে ঘুরে বেড়াতে হয়, তবে অন্তহীন কথাবার্তার জন্য আমি সর্বদাই রাজি। শেষমেশ এই সপ্তাহে দীর্ঘ ৬ মাস পরে আমরা একসাথে কিছু খুশির মুহূর্ত কাটাতে পারছি। আর এই খুশির মুহূর্ত হল নম্বর ১ মুহূর্ত “। আদতে এই পোস্টটির দ্বারা অভিনেত্রী মদটি প্রমোট করছিলেন।
তবে অভিনেত্রীর এই প্রমোশনটি মোটেও ভালো চোখে নেয়নি নেটিজেনরা। যার ফলস্বরূপ ছবিটির মন্তব্যে অনেকেই কটাক্ষ করেছেন অভিনেত্রীকে অনেকেই আবার গালিগালাছ করেছেন অভিনেত্রীকে। তবে লক্ষ্যণীয় বাঙালি অভিনেতা যশ দাসগুপ্ত প্রিয়াঙ্কার এই পোস্টটি লাইক করেছেন।