• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনেত্রী হতে বাড়ি থেকে পালিয়েছিলেন, পেতেন মাসে ৩০০০ টাকা! নিজের অতীতের কথা জানালেন মিমি

Published on:

টলিউড (Tollywood) অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিনেত্রী হবার পাশাপাশি তিনি একজন সংসদ। বাস্তব জীবনে আজ প্রতিষ্ঠিত মিমি। ফিল্মি জগতের তারকাদের দেখে অনেক মা বাবাই তাদের সন্তানদের অভিনেতা অভিনেত্রী বানাতে চান। অনেকের নিজেও স্বপ্ন থাকে বড় অভিনেতা বা অভিনেত্রী হবার। কিন্তু সব সময় সেটা হয় না, আবার কখনো কঠিন পরিশ্রম স্বপ্নটাকে বাস্তবায়িত করে দেয়। এই যেমন অভিনেত্রী মিমি চক্রবর্তীর কথাই ধরুন।

জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তীকে তো আজ সকলেই চেনেন, হয় নায়িকা হিসাবে, নয়তো সংসদ হিসাবে। কিন্তু শুরু থেকেই কি জীবনে এতটা স্বাচ্ছন্দ্য ছিল? না! আসলে মিমি হলেন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। অভিনয় জগতে আসাটা তার কাছে আর পাঁচটা সাধারণ কাজের থেকে অনেকটা কঠিক ছিল। মা-বাবা কেউই চাইতেন না যে তিনি অভিনেত্রী হন। কিন্তু অদম্য ইচ্ছা আর কঠিন পরিশ্রমের ফলে আজ মিমিকে গোটা বাংলার মানুষ চেনেন।

সম্প্রতি অভিনেত্রীর নতুন ছবি ড্রাকুলা স্যার রিলিজ হয়েছে। অভিনেত্রী হইচই এ নিজের অভিনেত্রী হয়ে ওঠার যাত্রার কথা  বলেছেন। মিমি বলেন, ‘১১ বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। এলডিন স্বপ্ন ছিল অভিনেত্রী হব।আজ  একা লড়াই করেছিলাম। প্রথমে মিথ্যা কথা বলে এসেছি বাড়িতে, বলেছিলাম পড়াশোনা করতে যাচ্ছি কলকাতায়। ৩ হাজার টাকা পাঠাতো বাড়ি থেকে। সেটা দিয়ে পিজির ভাড়া দেব ? নাকি খাব? নতুন জামা কিনব কী করে? অডিশনে কী করে যাব! হত না।১ বছর লেগেছিল খানিকটা গোছাতে। এরপর মডেলিং দিয়ে শুরু হয়েছিল পথ চলার তারপর সিরিয়ালের ও শেষে ফিল্মে’।

এছাড়াও ড্রাকুলা স্যার ছবিতে নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, এই ভূমিকায় তিনি অনেক প্রশংসা পেয়েছেন শুরুতেই। সিনেমায় মঞ্জরীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। আসল জীবনেও নিজেকে মঞ্জরীর মত শক্তিশালী রূপে দেখতে চান অভিনেত্রী।  দেখুন সেই ভাইরাল ভিডিওঃ

 

View this post on Instagram

 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥