• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রীময়ীর দিথি-কে এখন চেনা দায়! একেরপর এক হট ছবিতে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী

বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘শ্রীময়ী’ এর অভিনেত্রী ঐশী ভট্টাচার্য (Aishi bhattacharya)। সিরিয়ালে শ্রীময়ী অর্থাৎ মূল চরিত্রের মেয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঐশী। সিরিয়ালের ছোট্ট মেয়ে দিথি, সোশ্যাল মিডিয়াতে কিন্তু রীতিমত বোমা ফাটাচ্ছে দিথি ওরফে ঐশী। আসলে সোশ্যাল মিডিয়াতে ঐশীর একের পর এক ছবি দেখে সিরিয়ালের ছোট্ট দিথিকে চেনে দায়। অনস্ক্রিনের মত সরলতা ছেড়ে নামি অভিনেত্রীদের মত সিরিয়াল জগতের বোল্ড ডিভা  হয়ে উঠছেন ঐশী।

   

যত দিন যাচ্ছে ততই যেন চড়ছে বোল্ডনেসের পারদ। সোশ্যাল মিডিয়াতে নিউ সেনসেশনে পরিণত হয়েছেন ঐশী। ইতিমধ্যেই ঐশীর সোশ্যাল মিডিয়াতে অনুগামীর সংখ্যা প্রায় ১ মিলিয়ন ছুঁই ছুঁই। কখনো রঙিন তো কখনো সাদা কালো ছবিতে ঐশীর লুক দেখে নজর আটকাতে বাধ্য। আবার শুধু যে ওয়েস্টার্ন ড্রেস তও নয়, কিছুদিন আগেই দেশি লুকে দেখা মিলেছিল ঐশীর। নীল রঙের শাড়ি আর খোলা চুলে পোজ দিয়ে ছবি তুলে শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। যা দেখে বুকে হাত পড়েছে অনেকেরই।

অভিনয় তো বটেই,  তবে নিজের একেরপর এক গ্ল্যামারাস আর বোল্ড ছবির কারণে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় তিনি। অনেকের মতে বাংলার ক্রাশে পরিণত হয়েছেন অভিনেত্রী। আর হবে নাই বা কেন! অনেক ছোট বয়স  থেকেই অভিনয়ের সাথে যুক্ত ঐশী। শ্রীময়ীর আগে ‘খনা’ সিরিয়ালে খনা মা এর মেয়েবেলার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী।  সেই সময়  তার অভিনয় বেশ মনে ধরেছিল বাঙালি দর্শকদের।

এর পর থেকে একেরপর এক সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেত্রী।মূল চরিত্রে অভিনয় না করলেও পার্শ্ব চরিতেই অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেছেন অভিনেত্রী। সাথে নিজের বোল্ড লুক তো আছেই।