বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় অভিনেত্রী আদৃজা রায় (Adrija Roy)। নতুন বছরেই অভিনেত্রীদের ভক্তদের জন্য এসে গেল বিরাট সুখবর। বাংলা ছেড়ে খুব শিগগিরই তিনি পাড়ি দেবেন মুম্বাইয়ে। বাংলা ছাড়িয়ে গোটা দেশে এখন বাঙালি অভিনেত্রীদের (Bengali Actress) দাপট। সব মিলিয়ে বাংলার পাশাপাশি অন্যান্য ইন্ডাস্ট্রিতেও এখন চুটিয়ে কাজ করছেন বাঙালি তারকারা। আর এই ভাবেই রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরেও বাংলার মুখ উজ্জ্বল করে চলেছেন বাংলার সমস্ত কলা কুশলীরা।
প্রসঙ্গত বাঙালি অভিনেতা-অভিনেত্রীদের হিন্দি সিরিয়ালে অভিনয়ের বিষয়টি নতুন নয়। ইতিপূর্বে বহু জনপ্রিয় অভিনেত্রীই পাড়ি দিয়েছেন মায়া নগরী মুম্বাইতে। এবার এই তালিকায় নতুন সংযোজন টলি পাড়ার মিষ্টি অভিনেত্রী আদ্রিজা রায়। কিছুদিন আগেই কালার্স বাংলায় শেষ হয়েছে আদৃজা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘মৌয়ের বাড়ি’ (Mou er Bari)।
এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। এছাড়াও কিছুদিন আগেই আদ্রিজাকে দেখা গিয়েছে স্টার জলসার ‘বিক্রম বেতাল’ ধারাবাহিকে কন্যাবতী চরিত্রে। প্রসঙ্গত এই ধারাবাহিকের শুটিং করে রাখা হয়েছিল অনেক আগে। টিআরপির অভাবে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এই সিরিয়ালটিও।
এবার জানা যাচ্ছে জল্পনাকে সত্যি করে আদৃজা অভিনয় করবেন কালার্স টিভির জনপ্রিয় হিন্দি সিরিয়াল (Hindi Serial) ‘দুর্গা অর চারু’ (Durga Aur Charu)-তে। এই সিরিয়ালে আদৃজা সম্ভবত চারুর বড়বেলার চরিত্রে অভিনয় করবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সিরিয়ালের পরিচালক জানিয়েছেন ‘আমরা দুর্গা অর চারু’র জন্য রচি শর্মা এবং অদ্রিজা রায়কে চূড়ান্ত করেছি’।
জানা যাচ্ছে আগামী মাসেই অর্থাৎ ফেব্রুয়ারীতাই ‘দুর্গা অর চারু’ ধারাবাহিক লীপ নেওয়ার সাথেই নতুন মুখ হিসাবে সিরিয়ালে এন্ট্রি নেবেন আদৃজা। প্রসঙ্গত দীর্ঘদিনের অভিনয় জীবনে আদ্রিজার অভিনয়ের ঝুলিতে রয়েছে ‘সন্ন্যাসী রাজা’,’বেদেনী মলুয়ার কথা’, ‘মঙ্গলচন্ডী’-র মত একাধিক জনপ্রিয় সব মেগা সিরিয়াল। তবে একথা ঠিক আজ পর্যন্ত বেশিরভাগ সিরিয়ালেই মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে আদ্রিজাকে। এছাড়াও ইতিমধ্যেই তিনি পা রেখেছেন বড় পর্দাতেও। টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী পরিচালিত জনপ্রিয় বাংলা সিনেমা ‘পরিনীতা’-তে দেখা গিয়েছিল তাঁকে । এবার অভিনেত্রীর মুকুটে জুড়ছে আরও একটি নতুন পালক।