বাঙালি অভিনেত্রী আদ্রিজা রায় (Adrija Roy)। সিরিয়াল তথা ছবিতে নিজের অভিনয় ও আকর্ষণীয় রূপের কারণে অল্প বয়সেই বেশ জনপ্রিয় তিনি। দেশি হোক আর ওয়েস্টার্ন আদ্রিজার মারকাটারি ফিগারের ছবিতে চোখ আটকাবে আট থেকে আশি সকলের। অভিনেত্রী সোশ্যাল লাইফে বেশ সক্রিয়। ইতিমধ্যেই প্রায় সাড়ে ৪ লক্ষের কাছাকাছি ফলোয়ার রয়েছে অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। প্রায়শই নিজের ফটোশুটের হট এন্ড বোল্ড ছবি থেকে শুরু করে কাজের ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।
অভিনেত্রীকে কিছুদিন আগে বাংলা ওয়েব সিরিজ বন্য প্রেমের গল্পে অভিনয় করতে গিয়েছিল। ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয়ের কারণে আরো বেশি জনপ্রিয় হয়ে পড়েন অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রীর এক একটি ছবি যেন জ্বলন্ত আগুনের গোলা! আদ্রিজার একটা ছবিই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের হৃদয়ে আগুন জ্বালানোর জন্য যথেষ্ট।
সম্প্রতি আদ্রিজা তার বোল্ড ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। যা দেখে ঘুম উড়েছে হাজারো ভক্তের। ছবিতে সিলভার কালারের গাউনে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সিলভার গাউনের মাঝে একেবারে উন্মুক্ত রয়েছে আদ্রিজার বক্ষ যুগল! সাথে রয়েছে একটি ম্যাচিং নেক পিস হার। যা আদ্রিজাকে আরো মোহময়ী করে তুলছে। আদ্রিজার এই বোল্ড ফটোশুটের ছবি নিমেষে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
View this post on Instagram