বাংলা ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন সুমন্ত মুখোপাধ্যায় (Sumanta Mukherjee)। একসময় বাংলা টেলিভিশনের কালজয়ী সিরিয়াল ছিল জন্মভূমি। এই সিরিয়ালের হাত ধরেই নাকি অভিনয়ে হাতেখড়ি হয়েছিল সুমন্ত মুখোপাধ্যায়। পরবর্তীতে অভিনয় করেছেন একাধিক সিনেমাতেও। তাঁর কেরিয়ারের অন্যতম জনপ্রিয় সিনেমা হল ‘আতঙ্ক’।
‘মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি’ ৩৫ বছর আগের সিনেমার সেই সংলাপ আজও ভোলেননি দর্শক। এছাড়া ছোট পর্দার ক্ষেত্রে জন্মভূমি ছাড়াও অভিনেতার ঝুলিতে রয়েছে ‘পটল কুমার গান ওয়ালা’, ‘বকুল কথা’, ‘মোহর’ এর মতো একাধিক জনপ্রিয় সিরিয়াল। তবে বয়সে এসেও কিন্তু এনার্জিতে একেবারে ভরপুর এই অভিনেতা। একসাথে কাজ করছেন ৫ টা সিরিয়ালে।
সম্প্রতি বেশীরভাগ বাংলা সিরিয়ালেই দাদুর চরিত্রে দেখা যাচ্ছে এই প্রবীণ অভিনেতা কে। তাই ইদানিং সিরিয়ালের একটি ফ্যান পেজ থেকে অভিনেতাকে বলা হয়েছে দেওয়া হয়েছে সার্বজনীন দাদুর বাংলা সিরিয়ালের সার্বজনীন দাদুর তকমা আসলে বোশিয়ান অভিনেতা বর্তমানে চারটি সিরিয়ালে একই সাথে দাদু চরিত্রে অভিনয় করছেন কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি চরিত্রের মধ্যে রয়েছে একটা সুন্দর সামঞ্জস্য যা খুব সুন্দর ভাবেই ফুটে ওঠে টিভির পর্দায়।
প্রসঙ্গত জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’-তে অভিনেতাকে দেখা যাচ্ছে উর্মির দাদুর চরিত্রে অন্যদিকে তিনি অভিনয় করছেন ‘গৌরী এলো’ সিরিয়ালে ঈশানের দাদুর চরিত্রে, পাশাপাশি তিনি রয়েছেন জি বাংলার নতুন সিরিয়াল ‘বোধিসত্তের বোধ বুদ্ধি’-তেও। সিরিয়ালে বোধির দাদুর চরিত্রে রয়েছেন তিনি। এই সিরিয়ালে তার অভিনীত এই চরিত্রটা একটু অন্যরকম। সিরিয়ালে দেখা যাচ্ছে বোধির দিদার সাথে তার একটা বিশেষ সম্পর্ক দেখানো হচ্ছে। সব মিলিয়ে এই সিরিয়ালে তার চরিত্রটি বেশ মজার।
এছাড়া কালার্স বাংলার সিরিয়াল ‘ইন্দ্রানী’তেও নায়কের দাদুর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে। শুধুমাত্র স্টার জলসার ‘গোধুলি আলাপ’ সিরিয়ালে নোলকের শ্বশুরের চরিত্রে অভিনয় করছেন তিনি। তাই বেশিরভাগ সিরিয়ালেই দাদুর চরিত্রে অভিনয় করায় তাকে বাংলা সিরিয়ালের সার্বজনীন দাদুর তকমা দেওয়া হয়েছে। তবে লক্ষণীয় বিষয় এই যে, একসাথে পাঁচটা সিরিয়ালে অভিনয় করলেও প্রত্যেকটা চরিত্রের মধ্যে কিন্তু আলাদা আলাদা শেড রয়েছে। যা নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে সুন্দর করে টিভির পর্দায় ফুটিয়ে তুলছেন অভিনেতা। আর তার এই অভিনয় দক্ষতা দেখে প্রশংসার পঞ্চমুখ দর্শকরা