• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চলন্ত সিঁড়িতেই তৃনার সাথে রোমান্সে মশগুল নীল, শেয়ার হতেই ব্যাপক ভাইরাল ভিডিও

Published on:

বাংলা ধারাবাহিকের অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। সিরিয়ালে তার অভিনয়ে মুগ্ধ দর্শকেরা। ঠিক যেন লাভ স্টোরি সিরিয়াল দিয়ে প্রথম আসেন দর্শকদের সামনে সেখান থেকেই দর্শকদের মন জিতে নিয়েছিলেন নীল। এর পরে স্ত্রী নামের সিরিয়ালেও অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। বর্তমানে কৃষ্ণকলি নামক সিরিয়ালে অভিনয় করছেন তিনি। সিরিয়ালে তার অভিনয় বেশ  জনপ্রিয়তা লাভ করেছে।

সিরিয়ালের সাথে অভিনেতা বাস্তব জীবনেও প্রেমটি বেশ চালিয়ে  যাচ্ছেন।  মিডিয়া দেখলেই তা  পরিষ্কার বোঝা যায়। বাংলা সিরিয়ালেরই অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha), বর্তমানে খড়কুটো সিরিয়ালে গুনাগুনের চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে ‘খোকা বাবু’, ‘কলের বউ’ ইত্যাদি সিরিয়ালে নিজের অভিনয় দিয়ে মাতিয়েছিলেন দর্শকদের। তবে, সিরিয়ালে সৌজন্যের হবু স্ত্রী হলেও আসল জীবনে কিন্তু নীলের রোমান্স করছেন অভিনেত্রী।

হ্যাঁ, নীল আর তৃনা এখন যাকে বলে লাভ বার্ডস! দুজনে চুটিয়ে প্রেম করছেন। মাঝে মধ্যেই দুজনকে একসাথে দেখা যায়। নিজেদের ফটোশুট থেকে শুরু করে নাচ বা রোমান্টিক মুহূতের ভিডিও শেয়ার করেনা নীল ও তৃনা উওয়েই। দুজনের মিষ্টি প্রেমের ছবি ও ভিডিও বেশ ভাইরাল হয়ে পরে অনুগামীদের জেরে। এবার হল তাই, এদিন শপিং মলে কাজের ফাঁকে চলন্ত সিঁড়িতেই রোমান্স করতে দেখা গেল নীল তৃনা  জুটিকে। তৃনাকে দেখা যাচ্ছে একটি কালো রঙের ওয়ান পিসে, অন্য দিকে নীলকে দেখা যাচ্ছে সবুজ রঙের পাঞ্জাবিতে। চলন্ত সিঁড়ি দিয়ে  নামতে নামতেই শুরু খুনশুটি। শেষে তৃনার হাত ধরে সিঁড়িতেই বসে পড়লেন নীল।

দুজনের মিষ্টি প্রেমের  রোমান্টিক মুহূর্তের এই ভিডিও নীল শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটির সাথে ব্যাকগ্রউন্ডে রয়েছে ‘কিছু আব্দারের জানি নেই মানে ‘ বাংলা রোমান্টিক গান। অর্থাৎ  সারাজীবন যে হাতে হাত রেখে এগিয়ে  যেতে চান তা বোঝাতে চেয়েছেন অভিনেতা। যেমনি শেয়ার তেমনি ভাইরাল ভিডিওটি।

 

View this post on Instagram

 

Morning with a Sweet song @trinasaha21 #reels #bengali #feelitreelit #goneel

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥