চলতি সপ্তাহের সোমবার থেকেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে আরও এক নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ'(Godhuli Alap)। বাংলার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার অন্যতম নতুন মেগা সিরিয়াল এটি। এই ধারাবাহিকে অসম বয়সী দুজন মানুষের এক প্রেমের গল্প দেখতে চলেছেন দর্শক। তাই এই সিরিয়ালের প্রথম প্রোমো সামনে আসতেই এই সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল চারদিকে।
ধারাবাহিকে অ্যডভোকেট অরিন্দম রায়ের চরিত্রে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)। আর তাঁর বিপরীতে পেশায় বহুরূপী গ্রামের মেয়ে নোলকের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে একেবারে নতুন অভিনেত্রী সোমু সরকার (Somu Sarkar)। তাই বাবার বয়সী অভিনেতার সাথে অল্প বয়সী নায়িকার এই প্রেমের গল্প নিয়ে প্রশ্ন তুলেছিলেন দর্শকদের একটা বড় অংশ।
আজকের দিনে বিনোদন সিরিয়াল মানেই টাআরপির লড়াই। এখন সব সিরিয়ালেই টিআরপিই শেষ কথা বলে। আর সম্প্রতি টি আর পি চার্টে ভালোই স্কোর করছে স্টার জলসার একাধিক সিরিয়াল। এখন দেখার শুরুর আগেই শিরোনামে উঠে রাজ চক্রবর্তীর এই নতুন মেগা আগামী দিনে বাকি ধারাবাহিকের সঙ্গে টেক্কা দিয়ে প্রথম সপ্তাহের রেটিংয়ে কেমন স্কোর করে।
প্রসঙ্গত আজকাল ছোট পর্দার বেশীরভাগ সিরিয়াল গুলোতেই গড়পরতা একই ধরনের বিষয়বস্তু দেখানো। হয়। কোথাও শ্বাশুড়ি বৌমার কূটকচালি তো কোথাও কোথাও দেখা যায় পরকীয়া। সিরিয়ালে ক্রমাগত এই একইধরনের প্লট দেখে ক্লান্ত হয়ে পড়েছেন দর্শকরাও। তাই দর্শকদের স্বাদ বদলের উদ্দেশ্যেই একেবারে বাস্তব জীবন থেকে উঠে আসা এক অসম বয়সী প্রেমের গল্পকেই বেছে নিয়েছেন গোধূলি আলাপ সিরিয়ালের নির্মাতারা।
সিরিয়ালের শুরুর দিন অর্থাৎ সোমবার ছিল এই ধারাবাহিকের সাংবাদিক সম্মেলনে। সেখানে এদিন হাজির ছিলেন ধারাবাহিকের সমস্ত কলাকুশলীরা। এদিন ধারাবাহিকের অসম বয়সী প্রেম প্রসঙ্গে সিরিয়ালের অরিন্দম চরিত্রের অভিনেতা কৌশিক সেন বলেন ‘আমরা আশেপাশে অনেক অসমবয়সী সম্পর্ক দেখি কিন্তু ছোটপর্দায় বা বড়পর্দায় সেগুলো দেখতে আমাদের অসুবিধা হয়। এখন দেখার এই ধারাবাহিক দর্শক কতটা গ্রহণ করেন।’