বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। টলিউডের (Tollywood) বহু পুরোনো অভিনেত্রী তিনি তবে তার চেহারা দেখলে তা বোঝা ভারী মুশকিল। সেই নব্বইয়ের দশক থেকে একের পর এক দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন দর্শকদের। সাথে নিজের অভিজয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। শুরু থেকে আজ অবধি প্রায় ১৫০ এরও বেশি ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। যার মধ্যে বেশিরভাগই বাংলা ছবি। তবে অভিনেত্রীর ছবির সম্ভারে কিছু হিন্দি ও তেলেগু ছবিও রয়েছে।
এবছর ৪৯ এ পা দিয়েছেন অভিনেত্রী। তবে তার রূপ দেখে সেটা বোঝা অসম্ভব। বয়স বাড়লেও যৌবনকে যেন ধরে রেখেছেন অভিনেত্রী। অভিনেত্রীকে বর্তমানে খুব একটা বড় পর্দায় দেখা যায়না। শেষ অভিনেত্রীকে দেখা গিয়েছিল বিদ্রোহিনী ছবিতে। আর শীঘ্রই অভিনেত্রীর দি পার্সেল ছবি রিলিজ করতে চলেছে। অভিনেত্রী করোনা মহামারীর সময়েই ছবির কাজে সিঙ্গাপুরে গিয়েছিলেন। লকডাউন ও মহামারীর কারণে সেখানেই আটক পরে গেছেন। তবে, বিদেশে আছেন বলে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে কোনো আঁচ পড়েনি। বিদেশের মাটিতেই এক্কেবারে বাঙালি সাজে বন্ধুদের সাথে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন। সেই ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নিজের নিত্য নতুন ছবি দিয়ে অনুগামীদের মাতিয়ে রাখেন নিজের রূপে। ছবি শেয়ার করার পর অভিনেত্রীর ছবি ভাইরাল হতে বেশি সময়ও লাগেনা, কারণ ইতিমধ্যেই অভিনেত্রীর অনুগামীর সংখ্যা পেরিয়েছে ৩ লক্ষ্য ৭২ হাজার।
অভিনেত্রীর একমাত্র মেয়ে ঋষণা চক্রবর্তী। এবার মেয়ের সাথে গলা জড়িয়ে আদুরে ছবি শেয়ার করলেন অভিনেত্রী ঋতুপর্ণা। ছবিতে অভিনেত্রী ও ঋষণা দুজনকেই নীল রঙের পোশাকে দেখা গিয়েছে। সাথে দুজনেই রয়েছে খোলা চুলে। মা মেয়ের এই মিষ্টি ছবি দেখে আবেগে ভেসেছে সোশ্যাল মিডিয়া। ব্যাপক ভাইরাল হয়েছে ছবি।
View this post on Instagram