• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল বাংলা ছবি! প্রয়াত সৌমিত্রর ‘বেলাশুরু’ টেক্কা দিল সাউথ ইন্ডাস্ট্রিকে

বেলাশুরু,সৌমিত্র চট্টোপাধ্যায়,স্বাতীলেখা সেনগুপ্ত,বক্স অফিস কালেকশন,Soumitra Chatterjee,swatilekha sengupta,bela shuru,box office collection

টলিউডে অন্য ধারার ছবি বানিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের ভালোবাসা কুড়োচ্ছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibaprasad mukherjee) ও নন্দিতা রায়ের (nandita Roy) জুটি। প্রাক্তন, পোস্ত, বেলা শেষে এর মতো একাধিক মন ভালো করা ছবি দর্শকদের উপহার দিয়েছেন তারা। তাই তাদের উপর বাঙালিদের আশা প্রচুর। আজই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ নন্দিতার বহু প্রতীক্ষিত ছবি ‘বেলা শুরু’ (Bela Shuru)।

এই ছবিতেই শেষ অভিনয় করেছিলেন প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra chatterjee) ও স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha sengupta)। তবে সাথে অপরাজিতা আঢ্য থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায় ও মনামী ঘোষের (Monami Ghosh) মত একাধিক তারকারা রয়েছেন কাস্টে। ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন বাঙালি দর্শকেরা।

বেলাশুরু,সৌমিত্র চট্টোপাধ্যায়,স্বাতীলেখা সেনগুপ্ত,বক্স অফিস কালেকশন,Soumitra Chatterjee,swatilekha sengupta,bela shuru,box office collection

২০১৫ সালের ১লা মে মুক্তি পেয়েছিল জনপ্রিয় সিনেমা ‘বেলাশেষে’ (Belasheshe)। ‘বেলাশেষে’ এমন একটা সিনেমা, বছরের পর বছর কেটে গেলেও যার রেশ কাটে না। তাই তো ফের একবার দর্শকদের মন জয় করতে বড় পর্দায় ৭ বছর পর মুক্তি পেল ‘বেলা শুরু’। মানতে কষ্ট হলেও একথা সত্যি যে এই সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন যে দুই প্রধান শিল্পী, আজ আর তাঁরাই আমাদের মধ্যে নেই। তাই এই সিনেমার হাত ধরেই পর্দায় শেষবারের মত স্বাতীলেখা-সৌমিত্র জুটিকে দেখতে পাবে বাঙালি।

বেলাশুরু,সৌমিত্র চট্টোপাধ্যায়,স্বাতীলেখা সেনগুপ্ত,বক্স অফিস কালেকশন,Soumitra Chatterjee,swatilekha sengupta,bela shuru,box office collection

ইন্ডাস্ট্রির দুই মহারথীকে শেষবার দেখার আক্ষেপ আবার ভালোলাগা যেন এদিন মিলেমিশে গেল। প্রথম দিনেই বক্স অফিসে কার্যত ঝড় তুলল বেলা শুরু। এদিন সামান্য হল থেকে মাল্টিপ্লেক্স সর্বত্র উপচে পড়েছে ভীড়৷ এবং প্রথম দিনেই বেলাশুরুর আয় শুনলে আকাশ থেকে পড়বেন আপনিও, কেননা বাংলা ছবির ক্ষেত্রে এমন ব্যবসা অভাবনীয়। বাংলা ছবির ইতিহাসে এ এক বড়সড় ঘটনা৷ প্রথম দিনের শেষে সৌমিত্র স্বাতীলেখার ছবি বেলাশুরু ঘরে তুলেছে ৩৫ লক্ষ টাকা৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥