আজ কাল ছোট থেকে বড় সকলেই সোশ্যাল মিডিয়াতে (Social Media) বুদ হয়ে রয়েছে। সময় পেলেই ফোন হাতে নিয়ে উঁকি মারতে ব্যস্ত হয়ে পরে আট থেকে আশি সকলেই। আর এই সোশ্যাল মিডিয়াতে রোজই ভাইরাল হচ্ছে নানান ভিডিও। ভাইরাল এই ভিডিওগুলিতে (Viral Video) কতধরনের জিনিসই না দেখার থাকে। কখনো দারুন মজার কোনো ভিডিও তো কখনো ভয়ঙ্কর কোনো দৃশ্য। আবার অনেকেই নিজের প্রতিভার প্রচারের জন্যও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন।
এবার এক অসাধারণ প্রতিভার ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবককে যে ট্রেনে ভিক্ষা করছে। অনেকেই হয়তো ভাববেন ট্রেনে উঠলে ভিক্ষুক তো অনেক চোখে পড়ে! এ আর এমনকি? কত লোকে কতভাবেই না ভিক্ষা করে। কিন্তু এই যুবকটি গান গেয়ে ভিক্ষা করছে। আর যুবকের গানের গলার প্রশংসা না করলেই নয়। পেটের দায়ে ভিক্ষা করছে ওই যুবক কিন্তু তার খালি গলায় দুর্দান্ত গান শুনে মুগ্ধ ট্রেনের যাত্রীরা।
আবার শুধুই গান নয়, গানের সাথে দুটো পাথরের টুকরো নিয়ে রীতিমত গানের তালে তালে দারুন বাজনাও বাজাচ্ছে যুবক। অনেকেই খুশি হয়ে কিছু অর্থ সাহায্য করেছেন, আবার কেউ হয়তো মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু যাত্রীদের মধ্যে কোনো একজন যুবকের এই গানের ভিডিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে। যা শেয়ার করার পর থেকেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।
https://youtu.be/-azgD3-P_Q4